admin

বার্ষিক মূল্যায়ন পরীক্ষা ২০২০: অভিভাবকদের প্রতি কিছু নির্দেশনা

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

এস.সি.ডি স্কুলের সম্মানিত অভিভাবকবৃন্দ।

আপনারা সকলেই অবগত যে, বৈশ্বিক মহামারির কারনে আমরা ২য় সাময়িক পরীক্ষার পর থেকেই অনলাইনে স্কুলের কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল আমাদের সন্তানদের এই বিরূপ পরিস্থিতির মধ্যেও পড়াশোনার সাথে কিছুটা সম্পৃক্ত রাখা, সিলেবাস শেষ করা বা বার্ষিক পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া কোনোভাবেই এর উদ্দেশ্য ছিল না। আমরা বিভিন্ন সময়ে জানতে পেরেছি যে, ব্যক্তিগত বা পারিবারিক বিভিন্ন অসুবিধার কারনে অনেক অভিভাবক বা শিক্ষার্থীর পক্ষে স্বাভাবিকভাবে অনলাইন ক্লাস বা পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভবপর হয়নি। সার্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ সরকারও এবার উচ্চ মাধ্যমিকের মত জরুরী পরীক্ষাও স্থগিত রেখেছে। আর ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সরকারিভাবে এ্যাসাইনমেন্ট প্রকাশ করা হচ্ছে যা আমরা আমাদের শিক্ষার্থীদের যথাসময়ে অবহিত করছি।

সরকারি নির্দেশনা ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এস.সি.ডি স্কুলও সকল শিক্ষার্থীকে পরবর্তি ক্লাসে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে, স্কুল থেকে একটি ঐচ্ছিক মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে যা আগামী ২৯ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ। বিশেষভাবে উল্লেখ্য যে, উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করা না করা সম্পূর্ণ ঐচ্ছিক একটি বিষয়। অর্থাৎ, উক্ত মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করা বা না করার সাথে পরবর্তি শ্রেণিতে উন্নিত হওয়ার বিষয়টি কোনোভাবেই সম্পর্কযুক্ত থাকছে না। তবে বিগত দিনগুলোতে আমাদের শিক্ষার্থীরা যা যা অধ্যয়ন করেছে, তা মূল্যায়ন করতে এই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে এবং আমাদের উস্তাজ/উস্তাজারা তা নিয়মতান্ত্রিকভাবে মূল্যায়ন করবেন, ইন-শা-আল্লাহ।

এই মূল্যায়ন পরীক্ষার পুরো প্রক্রিয়াটি আমরা ২য় সাময়িক পরীক্ষার আদলেই করার পরিকল্পনা নিয়েছি। যেমন, আমরা মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন পরীক্ষার দিন সকালে ওয়েবসাইটে পাবলিশ করবো, শিক্ষার্থীরা বাসায় বসেই মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং খাতার ছবি তুলে তা স্কুলের নির্দিষ্ট ই-মেইল-এ শেয়ার করবে, ইত্যাদি। বিস্তারিত আমরা যথাসময়েই জানিয়ে দিব ইন-শা-আল্লাহ।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে, তিনি এই সংকটকালীন সময়েও আমাদের স্কুলটিকে টিকিয়ে রেখেছেন। পাশাপাশি আমরা এস.সি.ডি স্কুলের সাথে সম্পৃক্ত সকল অভিভাবক, ওস্তাজ/ওস্তাজা, শিক্ষাথী এবং যারা এই কমিউনিটি স্কুলটির জন্য দু’আ করেছেন এবং আর্থিক ও মানসিকভাবে সাহায্য করেছেন, তাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা উত্তম প্রতিদান দিন, এই দু’আ করছি।

মা আসসালামা,

অধ্যক্ষ

এস.সি.ডি

বার্ষিক মূল্যায়ন পরীক্ষার রুটিন

আসসালামুআলাইকুম,

নার্সারি, কেজি এবং প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ক্লাস রুটিন নিচের লিংক থেকে পাওয়া যাবে।

https://docs.google.com/document/d/1tqp6s9hpOYYNFkmbPCn_jOGtWVwxfTcZSn3cL6Y76tE/edit?usp=sharing

৬ষ্ঠ থেকে ৯বম শ্রেণির পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে মূল্যায়ন নির্দেশনা

এ বছর ১৬ মার্চ পর্যন্ত ক্লাস হওয়ার পর কোভিভ-১৯ মহামারির কারণে ১৮/০৩/২০২০ তারিখ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে; ফলে ২০২০ শিক্ষাবর্ষের নির্ধারিত পাঠ্যসূচি কোথাও যথাযথভাবে, কোথাও বা পূর্ণাংগভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। এ কারণে এ বছরের শিক্ষাক্রম ও পাঠ্যসূচিকে সংক্ষিপ্ত করে পুনর্বিন্যাস করা হয়েছে।

এমতাবস্থায় শিক্ষার্থী যেন আরও কিছু শিখনফল অর্জন করে পরবর্তি শ্রেণির জন্য প্রস্তুত হতে পারে সেই বিষয়টি বিবেচনায় এনে তাদের পাঠ্যসূচি পূণর্বিন্যাস এবং এসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত শিখন ফলের সবলতা বা দূর্বলতা চিহ্নিত করে পরবর্তী শ্রেণিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের অর্জিত শিখনফল মূল্যায়ন করা হবে। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে কোন সপ্তাহে শিক্ষার্থীর কী মূল্যায়ন করা হবে সে বিবেচনায় এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করা হয়েছে। প্রতি সপ্তাহের শুরুতে ঐ সপ্তাহের জন্য নির্ধারিত এ্যাসাইনমেন্টগুলো দিয়ে দেওয়া হবে এবং সপ্তাহ শেষে শিক্ষার্থীরা তাদের এ্যাসাইনমেন্ট শেষ করে সুবিধামত সময়ে স্কুলে জমা দিবে।

শিক্ষার্থীদের জন্য নির্দেশনা :

(১) শিক্ষার্থীদের শিখনফল অর্জনই মূল উদ্দেশ্য। পরবর্তী শ্রেণির পাঠ গ্রহণের ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে, তাই এটি অনুসরণ করা জরুরি।

(২) এ্যাসাইনমেন্ট তৈরি করতে এনসিটিবি প্রণীত ও প্রকাশিত ২০২০ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ব্যবহার করলেই চলবে। গাইড বই, নােট বই বা বাজার থেকে কেনা নােটের প্রয়ােজন নেই। 

(৩) মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্বতা, স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। তাই অন্যের লেখা নকল করে এ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল করা হবে এবং পুনরায় সেই এ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।

(৪) এ্যাসাইনমেন্ট সরাসরি নিজের হাতে লিখতে হবে। এতে হাতের লেখার যেমন অনুশীলন হবে, তেমনি বিষয়টি বুঝতেও সুবিধা হবে।

(৫) এ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যে কোনাে কাগজ ব্যবহার করলেই চলবে। তবে কাভার পৃষ্ঠায় নাম, শ্রেণি, রােল, বিষয় (সাবজেক্ট) ও এ্যাসাইনমেন্ট এর শিরােনাম/ধরণ স্পষ্টভাবে লিখতে হবে।

অভিভাবকগণের প্রতি পরামর্শঃ

(১) শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণে উৎসাহিত করা।

(২) শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া মূলত তাদের শিখন অর্জন যাচাই এবং কোন্ কোন ক্ষেত্রে শিখনের ঘাটতি রয়েছে তা নিরুপণ করা। তাই শিক্ষার্থী নিজে যাতে এ কার্যক্রমে অংশগ্রহণ করে তা নিশ্চিত করা।

(৩) শিক্ষার্থীর অনুধাবন ক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য তাদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা।

(৪) শিক্ষার্থী যেন সময়মত এ্যাসাইনমেন্ট পায় এবং তা যেন যথাসময়ে জমা দেওয়া হয় তা নিশ্চিত করা।

(৫) নােট বই, গাইড বই, বা অন্য কারও লেখা থেকে নকল করে এ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল করা হবে এবং পুনরায় এ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এ্যাসাইনমেন্ট তৈরির সময় শিক্ষার্থী যেন নােট বই বা গাইড বইয়ের সাহায্য না নেয়, বা অন্য কারও লেখা থেকে নকল না করে তা লক্ষ্য রাখা।

১ম সপ্তাহের এসাইনমেন্ট-এর শুরুতে সরকার কর্তৃক প্রদত্ত বিস্তারিত দিক-নির্দেশনা পাওয়া যাবে, ইন-শা-আল্লাহ।

এ্যাসাইনমেন্ট

১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট: https://scdbd.org/wp-content/uploads/2020/11/এ্যাসাইনমেন্ট-১ম-সপ্তাহের-জন্য.pdf
২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট: https://scdbd.org/wp-content/uploads/2020/11/এ্যাসাইনমেন্ট-দ্বিতীয়-সপ্তাহের-জন্য-1.pdf

৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট: https://scdbd.org/wp-content/uploads/2020/11/এ্যাসাইনমেন্ট-৩য়-সপ্তাহের-জন্য.pdf

৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট: https://scdbd.org/wp-content/uploads/2020/11/চতুর্থ-সপ্তাহের-এসাইনমেন্ট.pdf

৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট: https://scdbd.org/wp-content/uploads/2020/11/Assignment-5th-week.pdf

৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্ট: https://scdbd.org/wp-content/uploads/2020/12/Assignment-6th-week.pdf

কেজি – শিক্ষক, শিক্ষার্থী ও মহিলা অভিভাবকদের নিয়ে বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস ও পর্যালোচনা

السلام عليكم

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইন-শা-আল্লাহ নভেম্বর ২০২০-এর দ্বিতীয় সপ্তাহ থেকে কেজির সকল বিষয়ের শিক্ষক/শিক্ষিকা বার্ষিক পরীক্ষার সিলেবাস ও পড়ালেখার অগ্রগতি বিষয়ে সকল শিক্ষার্থী ও অভিভাবকের সাথে অনলাইনে নির্দিষ্ট সময় অনুযায়ী আলোচনা করবে।

এই মিটিংগুলো অধিকাংশ ক্ষেত্রেই উস্তাজারা পরিচালনা করবেন তাই অবশ্যই শুধুমাত্র মহিলা অভিভাবকগণ অংশগ্রহণ করবেন। তবে কিছু বিষয়ে (যেমন কুরআন/এ্যারাবিক) পুরুষ উস্তাজ থাকবেন, সেক্ষেত্রে অবশ্যই মহিলা অভিভাবকরা নিজেদের পর্দা নিশ্চিত করবেন, ইন-শা-আল্লাহ।

অনলাইনে আলোচনা নিন্মোক্ত সময় অনুযায়ী হবে;
মর্নিং শিফট
৯.১১.২০২০ – সকাল ১০.০০টা (বাংলা, ইংরেজি)
১০.১১.২০২০ – সকাল ১০.০০টা (আরবি, কুরআন)
১১.১১.২০২০ – সকাল ১০.০০টা (গণিত)

অনলাইন লিঙ্ক: https://meet.google.com/zhu-rrsr-abr

নির্দিষ্ট দিন ও তারিখে উপরের লিংক-এ ক্লিক করার পর “Ask to Join” বাটনে ক্লিক করবেন।

(মোবাইল থেকে অংশগ্রহন করলে অবশ্যই মোবাইলে “Google Meet” ইন্সটল করে নিবেন এই লিংক থেকে: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.meetings)

ডে শিফট
৯.১১.২০২০ – সকাল ১০.০০টা (আরবি, কুরআন)
১১.১১.২০২০ – সকাল ১০.০০টা (বাংলা)
১২.১১.২০২০ – সকাল ১০.০০টা (ইংরেজি, গণিত)

অনলাইন লিঙ্ক: https://meet.google.com/xci-tvce-njq

নির্দিষ্ট দিন ও তারিখে উপরের লিংক-এ ক্লিক করার পর “Ask to Join” বাটনে ক্লিক করবেন।

(মোবাইল থেকে অংশগ্রহন করলে অবশ্যই মোবাইলে “Google Meet” ইন্সটল করে নিবেন এই লিংক থেকে: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.meetings)

নার্সারি – বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস-২০২০

স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট

বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস    

নার্সারি (উভয় শাখা)

কুরআন ও আরবি (একসাথে)
বিষয়: আরবি
১. আরবি হরফ লেখা (আলিফ থেকে জ্বোয়া) পর্যন্ত:   ১০
২.আরবি হরফ দিয়ে খালিঘর পূরন করা:    ১০  
৩.ছবির সাথে হরফ মিল করা: ১৬
৪.ডান/বাম (হরফ) মিল করা: ১৪
৫.আরবিতে সংখ্যা লেখা (১-১০) :১০
৬.সূরা মুখস্ত বলা: ১৫
৭. দোয়া মুখস্ত বলা: ১০
৮. রং করা: ১৫                 
বাংলা
লিখিত :
১. স্বরবর্ণ লিখ : (অ থেকে ঔ) পৃষ্ঠা- ১৭
২.ব্যঞ্জনবর্ণ লিখ : (ক থেকে ৺) পৃষ্ঠা- ৬৫
৩. শূন্যস্থান পূরণ কর : পৃষ্ঠা- ১৬,
৪. সাজিয়ে লিখ (বই থেকে) : পৃষ্ঠা- ১৫, ৭১
৫. মিল কর: পৃষ্ঠা- ৬৮
৬. খালিঘরে সঠিক বর্ণ/অক্ষরটি লিখ (বই থেকে) : পৃষ্ঠা- ৬৭
৭. শব্দ গঠন : পৃষ্ঠা- ৬৯, ৭০
৮. ছবি দেখ এবং প্রথম অক্ষরটি লিখ (বই থেকে) পৃষ্ঠা- ৫, ৯, ১৪, ২৩, ২৯, ৩৫, ৪১, ৪৭, ৫৩, ৫৯, ৬৪

মৌখিক :
১. বাংলা ১২ মাসের নাম
২. ৭ দিনের নাম
৩. ৬ ঋতুর নাম
৪. স্বরচিহ্নবিহীন শব্দ বানান (বইয়ে যা আছে)
৫. স্বরবর্ণ (অ থেকে ঔ) ও ব্যঞ্জনবর্ণ (ক থেকে ৺) বলা
ENGLISH
Writing :
1. Write the capital letters : (A to Z) Page- 34
2. Write the small letters : (a to z) Page- 65, 66
3. Fill in the gaps (from book): Page- 33, 67
4. Rearrange (from book) : Page- 32, 68
5. Revise : Look at the pictures and write the first letter in capital/small (from book) : Page- 6, 12, 18, 24, 31, 40, 46, 52,57, 64
6. Matching to the capital letters with small letters

Oral :
1. Name of 12 months
2. Name of 7 days
3. Name of 5 body parts
4. Name of 5 family members
5. Telling to (A to Z)
অংক
লিখিত :
১. সংখ্যা লিখ (১ থেকে ৫০) : পৃষ্ঠা- ১৩, ২৪, ২৬, ৩৩, ৩৯, ৪৫, ৪৬(বার বার করে প্র্যাকটিজ করবেন/লিখাবেন)
২. ছবি গণনা কর এবং খালিঘরে সঠিক সংখ্যা লিখ (বই থেকে) : পৃষ্ঠা- ৭, ২৫, ২৬,
৩. খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা লিখ : পৃষ্ঠা- ২৬, ৪৭, ৪৯
৪. আগের-মাঝের-পরের সংখ্যাগুলো লিখ : পৃষ্ঠা- ২৭, 
৫. সাজিয়ে লিখ (বই থেকে) : পৃষ্ঠা- ৪৮
৬. মিল কর: সংখ্যার সাথে Numbers মিলাও

মৌখিক :
১. গণনা কর: ১ থেকে ৫০
২. সাধারন জ্ঞান: 
আমাদের হাতে কয়টি আঙ্গুল আছে?
আমাদের চোখ কয়টি?
আমাদের কান কয়টি?
আমাদের মাথা কয়টি?
আমাদের পা কয়টি?
MATH
Writing :
1. Write the numbers: (1 to 50) Page- 45
2. Practice: Page- 14, 33, 39
3. Count and write the correct number (from book): Page-7, 13
4. Write the numbers that comes (Before-Between-After) : Page- 25, 46
5. Write the numbers downwards & Fill the gaps : Page- 47, 48 
6. Rearrange: Page- 49
7. Matching English numbers with Bengali numbers.

Oral :
1. Count the numbers (1 to 50)
2. Name of shapes with pictures: 
Circle 🔘 , Oval , Triangle 🔺, Rectangle , Square 🔲

হিফজ – অর্ধ বার্ষিক পরীক্ষা-২০২০ ফলাফল

হিফজুল কুরআন ও আরবি ভাষা শিক্ষা বিভাগ (বালিকা)

অর্ধ বার্ষিক পরীক্ষা-২০২০ ফলাফল

ক্রমিক নংশিক্ষার্থীর নামবিভাগশ্রেণিমোট প্রাপ্ত নম্বরপ্রাপ্ত গ্রেড
আয়েশা তাসনিমহিফজদশম৯৫A+
সুমাইয়া আক্তারহিফজনবম৯১A+
মারিয়াম জামিলাহিফজঅষ্টম৯৬A+
জেবা সাজিদাহহিফজসপ্তম৯২A+
ফিকরিয়া মাহমুদা আমসারীহিফজসপ্তম৮৭A
জাওনাত বিনতে বেলালহিফজসপ্তম৮৭A
জাইমাহ নুদরাত রোদেলাহিফজসপ্তম৯৫A+
আরিজা মাসনূনাহিফজসপ্তম৯১A+
সারিকা তাসিন হায়দারহিফজষষ্ঠ৯১A+
১০সামিয়া তানভীরহিফজষষ্ঠ৮৩A
১১মারিয়াম রহমানহিফজষষ্ঠ৯২A+
১২সিদরাতুল মুনতাহা যিকরাহিফজপঞ্চম৯৫A+
১৩ত্বহিরা তাসনিমহিফজপঞ্চম৯১A+
১৪খাদিজা বিনতে আব্দুল মাতীনহিফজপঞ্চম৯০A+
১৫সামিহা বিনতে রিজভীহিফজচতুর্থ৮৭A
১৬নাবিহা তাসনিমহিফজচতুর্থ৯৭A+
১৭রাইদা রামিনহিফজতৃতীয়৯৩A+
১৮আদিবা খানহিফজতৃতীয়৮৬A
১৯আরিনা মাইসূরাঅগ্রসর নাজেরাচতুর্থ৯৫A+
২০আয়শা ওজিহাঅগ্রসর নাজেরাচতুর্থ৮৫A
২১মুমতাহিনা রহমানঅগ্রসর নাজেরাঅষ্টম৯১A+
২২আদিবা তাসনিমঅগ্রসর নাজেরাতৃতীয়৯৫A+
২৩সহিহ বিনতে সাইদুলঅগ্রসর নাজেরাতৃতীয়৯৬A+
২৪উমাইনাহ বিনতে মাসুদঅগ্রসর নাজেরাদ্বিতীয়৯১A+
২৫রুকাইয়া বিনতে রাশেদঅগ্রসর নাজেরাদ্বিতীয়৯৪A+
২৬মনিরা নুহানাজেরাচতুর্থ৮৯  A
২৭আফনান সিদ্দিকা মুবাশশারানাজেরাদ্বিতীয়৯৪A+
২৮ফাতিমা আনজুমনাজেরাদ্বিতীয়৮১A
২৯রুকাইয়া বিনতে বাশার জান্নাতনাজেরাদ্বিতীয়অনুপস্থিত
৩০মাইমুনা রহমাননাজেরাপ্রথম৯৩A+
৩১সায়্যিদা মারিয়ামনাজেরাপ্রথম৯৫A+
৩২সামরিন মাহবুব রাইহানাজেরাপ্রথম৯১A+
৩৩সুমাইয়া আমাতুল্লাহনাজেরাপ্রথম৯৫A+
৩৪সুমাইয়া হুসাইননাজেরাপ্রথম৯২A+
৩৫রুমাইসা তাবাসুমনাজেরাপ্রথমঅনুপস্থিত
৩৬জুয়াইরিয়াহ বিনতে এহসাননাজেরাপ্রথম৯০A+

বিভাগীয় কো-অর্ডিনেটর           অধ্যক্ষ


হিফজুল কুরআন ও আরবি ভাষা শিক্ষা বিভাগ (বালক)

অর্ধ বার্ষিক পরীক্ষা-২০২০ ফলাফল

ক্রমিক নংশিক্ষার্থীর নামবিভাগশ্রেণিমোট প্রাপ্ত নম্বরপ্রাপ্ত গ্রেড
আসিম মাহমুদহিফজসপ্তম৯৭A+
সাবির হুসাইনহিফজসপ্তম৯৬A+
আনাস বিন শরীফহিফজপঞ্চম৯০A+
আব্দুল্লাহ বিন সায়েমহিফজপঞ্চম৯৭A+
জাওয়াদ বিন বেলালঅগ্রসর নাজেরাষষ্ঠ৯৩A+
আবরার সাঈদঅগ্রসর নাজেরাচতুর্থ৯৩A+
সাদ বিন আব্দুল্লাহঅগ্রসর নাজেরাতৃতীয়৯০A+
রামিহ আল দিনঅগ্রসর নাজেরাতৃতীয়৯১A+
ওমার বিন শরীফঅগ্রসর নাজেরাতৃতীয়৯১A+
১০আফিফ বিন শাহীদঅগ্রসর নাজেরাতৃতীয়৮৯  A
১১আব্দুল্লাহ বিন মোহাম্মদঅগ্রসর নাজেরাতৃতীয়৯১A+
১২আব্দুল্লাহ বিন আব্দুল মাতীনঅগ্রসর নাজেরাদ্বিতীয়৯২A+
১৩মুসাদ্দিক আব্দুল্লাহ আনসারীঅগ্রসর নাজেরাদ্বিতীয়৯০A+
১৪জুনায়েদ তানভীরনাজেরাতৃতীয়৯২A+
১৫আফিফ বিন হাসাননাজেরাদ্বিতীয়৯২A+
১৬তাজিন আহমেদনাজেরাদ্বিতীয়৯২A+
১৭সউদ ইবনে সাফায়েত লাবিবনাজেরাদ্বিতীয়৯৩A+
১৮মুদ্দাসির রহমান সাদীদনাজেরাদ্বিতীয়৯১A+
১৯সাফওয়ান আহমেদ তাহিরনাজেরাদ্বিতীয়৯২A+
২০মুনতাকিম হাসান মুনিফনাজেরাপ্রথম৯০A+
২১মাহিব খাননাজেরাপ্রথম৮৫A
২২ফারশাদ আহিয়াননাজেরাপ্রথম৯৩A+
২৩জাওয়াদ বিন হাসাননাজেরাপ্রথম৯২A+

বিভাগীয় কো-অর্ডিনেটর অধ্যক্ষ