admin

সাইন্স ফেয়ার এবং আর্টস ও ক্রাফটস (২০২৩) প্রদর্শনী সংক্রান্ত নির্দেশনা

সাইন্স ফেয়ার প্রজেক্ট ও ক্রাফটস জমাদান

  • সাইন্স ফেয়ারের নিজ নিজ প্রজেক্ট প্রদর্শনীর দিন সকালে নির্ধারিত স্থানে নিয়ে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে। এর পূর্বে সাইন্স প্রজেক্ট স্কুলে সাবমিট করার প্রয়োজন নেই।
  • ২৪ আগস্ট ২০২৩ (বৃহস্পতিবার) উভয় শিফট-এ কুরআন ও আরবি ভাষাশিক্ষা ক্লাসের পর স্কুল ছুটি দেওয়া হবে। উক্ত দিন স্কুল ছুটির পর দুপুর ১২টার মধ্যে মেয়ে শিক্ষার্থীরা এবং বিকাল ৫টার মধ্যে ছেলে শিক্ষার্থীরা ক্রাফটস প্রজেক্ট স্ব-স্ব মেন্টরের কাছে জমা দিবে।

প্রদর্শনীর স্থান:

– ৩য় এবং ৪র্থ তলা (লিফট-২ ও ৩): সকল শিক্ষার্থীর ক্রাফটস প্রদর্শন করা হবে।
– ৫ম তলা (লিফট-৪): মেয়ে শিক্ষার্থীদের সাইন্স প্রজেক্টসমূহ প্রদর্শিত হবে।
– ৭ম তলা ও ৮ম তলা (লিফট-৬ ও ছাদ): ছেলে শিক্ষার্থীদের সাইন্স প্রজেক্টসমূহ প্রদর্শিত হবে।

সাইন্স প্রজেক্ট প্রদর্শনীর সুবিধার্থে স্কুল প্রাঙ্গণ সকাল ৭:০০টা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে। সাইন্স ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ সকাল ৮:০০টার মধ্যে যার যার প্রোজেক্ট নিয়ে নির্ধারিত স্থানে অবস্থান করবে। ৮:৩০ থেকে প্রদর্শনী শুরু হবে, ইন-শা-আল্লাহ।

  • ৫ম তলায় (মেয়েদের জন্য নির্ধারিত ফ্লোরে) কোনো পুরুষ অভিভাবক বা ছেলেরা প্রবেশ করবে না।
  • ৭ম এবং ৮ম তলায় (ছেলেদের জন্য নির্ধারিত ফ্লোরে) কোনো মহিলা অভিভাবক বা মেয়েরা প্রবেশ করবে না।

অভিভাবকদের জন্য সাইন্স ফেয়ার এবং ক্রাফটস প্রদর্শনীতে উপস্থিতির সময়

  • নার্সারি – ৩য় শ্রেণির অভিভাবক: ৮:৩০টা – ১০:৩০টা
  • ৪র্থ – ১০ম শ্রেণির অভিভাবক: ১০:৩০টা – ১২:৩০টা

পর্যাপ্ত জায়গার অভাব এবং আয়োজনের সুবিধার্থে অভিভাবকদের উপরোক্ত সময় মেনে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

অন্যান্য দিকনির্দেশনা

  • সকল শিক্ষার্থী অবশ্যই স্কুলের ইউনিফর্ম পরে স্কুলে আসবে।
  • ৩য় তলায় ক্রাফটস প্রদর্শনীতে প্রবেশ করার পর অভিভাবকরা খেয়াল রাখবেন যাতে ছোট বাচ্চারা কোনো ক্রাফটস হাত দিয়ে না ধরে।
  • প্রদর্শনী চলাকালীন সকল অভিভাবক পর্দার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবেন।
  • অভিভাবকরা মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে ছবি তোলা বা ভিডিও করা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন।
  • কোনো অবস্থাতেই অভিভাবক বা শিক্ষার্থীরা সাইন্স প্রজেক্ট বা ক্রাফটস নিয়ে কোনো ধরনের তুলনা বা বিরূপ মন্তব্য করবেন না।
  • শিক্ষার্থীরা নিজ নিজ সাইন্স প্রজেক্ট এবং ক্রাফটস, প্রদর্শনী শেষে বাসায় নিয়ে যাবে।
  • সাইন্স প্রজেক্টের ফলাফল পরবর্তীতে প্রকাশ করা হবে।

নার্সারি ও কেজি শ্রেণির আর্টস প্রতিযোগিতা

শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য দিকনির্দেশনা

  • নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীরা ২৬ আগস্ট ২০২৩-এ নিম্নে উল্লেখিত সময়ে উপস্থিত থাকবে। নার্সারির শিক্ষার্থীরা আউটলাইন করা (স্কুল থেকে সরবরাহকৃত) একটি শিট-এ (যেখানে কিছু নির্জীব দৃশ্যের আউটলাইন করা একটি ছবি থাকবে) রং করবে।
  • কেজির শিক্ষার্থীরা সাদা আর্ট পেপারে (স্কুল থেকে সরবরাহকৃত) নির্জীব কোনো ছবি আঁকবে ও রং করবে
  • নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীরা রঙ করা এবং ছবি আঁকার উপকরণ (পেন্সিল, ইরেজার, রঙ পেনসিল/ক্রেয়ন/প্যাস্টেল কালার ইত্যাদি) সাথে করে নিয়ে আসবে। জল রং আনা থেকে বিরত থাকতে হবে।
শ্রেণিসেকশনসময়রুম নং
নার্সারিA৯:০০ – ৯:৩০৩০২
নার্সারিB৯:৫০ – ১০:২০৩০২
নার্সারিC১০:৪০ – ১১:১০৩০২
নার্সারিD১১:৩০ – ১২:০০৩০২

শ্রেণিসেকশনসময়রুম নং
কেজিA৯:০০ – ৯:৪০২০২
কেজিB১০:০০ – ১০:৪০২০২
কেজিC১১:০০ – ১১:৪০২০২
কেজিD১২:০০ – ১২:৪০২০২

অন্যান্য দিকনির্দেশনা

  • সকল শিক্ষার্থী অবশ্যই স্কুলের ইউনিফর্ম ও আইডি কার্ড পরে স্কুলে আসবে।
  • অভিভাবকরা মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে ছবি তোলা বা ভিডিও করা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন।
  • আর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণের পর শিক্ষার্থীরা নিচতলায় অবস্থানরত অভিভাবকদের কাছে চলে যাবে।
  • নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীদের আর্টস প্রতিযোগিতার ফলাফল পরবর্তীতে প্রকাশ করা হবে।

এস সি ডি এডমিন

সাইন্স ফেয়ার এবং আর্টস ও ক্রাফটস (২০২৩) প্রদর্শনী সংক্রান্ত নির্দেশনা Read More »

মাদানী মুসহাফ (উসমানি স্ক্রিপ্ট/ফন্ট সম্বলিত কুরআন) স্কুল থেকে দেওয়া প্রসঙ্গে

এস.সি.ডি স্কুলের অভিভাবকরা অবগত যে এস.সি.ডি’তে কায়দা, আম্মাপারা ও কুরআন হিফজ-এর সময় মাদানী মুসহাফ (উসমানি স্ক্রিপ্ট) পড়ানো হয়। মাদানী মুসহাফ যেহেতু বাংলাদেশে প্রচলিত ইন্দো-পাক ফন্ট (নাশক তা’লীক) থেকে ভিন্ন এবং এই মুসহাফ খুঁজে পাওয়ায় কিছুটা দুস্কর, তাই অভিভাবক ও শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা মাদানী মুসহাফ বিভিন্ন সোর্স থেকে জোগাড় করে শিক্ষার্থীদের বিনামূল্যে পড়তে দেই।

অভিভাবক ও শিক্ষার্থীদের মনে রাখতে হবে যে, স্কুল থেকে দেওয়া এই মুসহাফগুলো শুধুমাত্র পড়ার উদ্দেশ্যেই শিক্ষার্থীদের দেওয়া হয়, সম্পূর্ণ দিয়ে দেওয়া হয় না বা হাদিয়া দেওয়া হয় না। তাই শিক্ষার্থীরা অবশ্যই সর্বোচ্চ যত্নসহ মুসহাফগুলো ব্যবহার করবে এবং সংরক্ষণ করবে, ইন-শা-আল্লাহ। পাশাপাশি অভিভাবকবৃন্দ নিজস্ব সোর্স থেকে মাদানী মুসহাফ সংগ্রহ করে স্কুলের মুসহাফ ফেরত দিবে যাতে করে আমরা নতুন শিক্ষার্থীদের প্রয়োজনে মাদানী মুসহাফ সরবরাহ করতে পারি।

এছাড়া, যারা এই স্কুল থেকে পড়াশোনা শেষ করে বা এর পূর্বেই স্কুল ত্যাগ করবে, তারাও স্কুল থেকে দেওয়া মাদানী মুসহাফ স্কুলে জমা দিবে, ইন-শা-আল্লাহ।

মা’আসসালামাহ,

এস.সি.ডি এডমিন


অভিভাবকদের বোঝার সুবিধার্থে ২টি মুসহাফের নমুনা নিচে দেওয়া হল

মাদানী মুসহাফ (উসমানি স্ক্রিপ্ট)

ইন্দো-পাক ফন্ট (নাশক তা’লীক)

মাদানী মুসহাফ (উসমানি স্ক্রিপ্ট/ফন্ট সম্বলিত কুরআন) স্কুল থেকে দেওয়া প্রসঙ্গে Read More »

তীব্র গরম এবং লোডশেডিং-এর কারনে স্কুল ছুটির নোটিস

আসসালামুআলাইকুম,

তীব্র গরম এবং লোডশেডিং-এর কারনে আগামী ৫/৬/২৩ থেকে অর্ধ-বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত ‘কেজি-১০ম’ শ্রেণির (কুরআন ও আরবিসহ) সবধরনের ক্লাস বন্ধ থাকবে, ইন-শা-আল্লাহ। অর্ধ-বার্ষিক পরীক্ষা পূর্ব প্রকাশিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ।

নার্সারির ক্লাসসমূহ ৫/৬/২৩ থেকে ১০/৬/২৩ পর্যন্ত বন্ধ থাকবে।

অভিভাবকরা যেকোনো একাডেমিক প্রয়োজনে আগামীকাল (৫ জুন ২০২৩) সকাল ৯:০০-১১:০০টার মধ্যে স্কুলের উস্তাজ/উস্তাজাদের (মর্নিং ও ডে শিফট) সাথে দেখা করতে পারবেন, ইন-শা-আল্লাহ।

অধ্যক্ষ

এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)

তীব্র গরম এবং লোডশেডিং-এর কারনে স্কুল ছুটির নোটিস Read More »

এস.সি.ডি’র অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

আসসলামুআলাইকুম,

আপনারা সবাই হয়ত অবগত যে, এস.সি.ডি. প্রতিষ্ঠানটি আই.সি.ডি’র একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং সম্পূর্ণ অলাভজনক একটি উদ্যোগ হিসেবে ২০০৮ সাল থেকে দাওয়াহ্, শিক্ষা, কমিউনিটি বিল্ডিং এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আপনাদের পাশে রয়েছে।

আই.সি.ডি’র বিভিন্ন কার্যক্রমে আমরা এস.সি.ডি’র অভিভাবকরা কিভাবে আরও সম্পৃক্ত হয়ে জান্নাতের পথে এগিয়ে যেতে পারি, সে বিষয়ে আপনাদের সাথে একটি মত বিনিময় সভা আয়োজন করতে চাচ্ছি। পাশাপাশি আই.সি.ডি’র নতুন উদ্যোগে, মাসজিদ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যান্ড ইসলামিক সেন্টার নিয়েও আপনাদের পরামর্শ শুনতে চাই।

উক্ত মত বিনিময় সভা আগামী ১৭ মার্চ ২০২৩ (শুক্রবার) বিকাল ৪:০০টা থেকে অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ। পুরুষ এবং মহিলা অভিভাবকদের জন্য আলাদা ফ্লোরে আলাদা মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ। সভা শেষে হালকা নাস্তার ব্যবস্থা থাকবে, ইন-শা-আল্লাহ।

পুরুষদের বসার স্থান – ৭ম তলা (লিফট-৬)

মহিলাদের বসার স্থান – ৩য় তলা (লিফট-২)

আপনারা সবাই এই সাদাকায় যারিয়ার উদ্যোগে সামিল হবেন বলে আমরা আশা করি, ইন-শা-আল্লাহ।

যারা অংশগ্রহণ করবেন, তারা অনুগ্রহ করে নিচের ফর্ম ফিলাপ করবেন, ইন-শা-আল্লাহ।

https://forms.gle/zPg6jQMvQsf8iUhe8

মা’আসসালামাহ,

আই.সি.ডি এ্যাডমিন

এস.সি.ডি’র অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা Read More »

হিফজ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উস্তাদ নাসীল শাহরুখের নাসীহা

আসসালামুআলাইকুম,

এই অডিও নাসীহা শুধুমাত্র ‘১০ পারা’ ও ‘৩০ পারা’ হিফজ গ্রুপের জন্য প্রযোজ্য।

মা’আসসালামাহ,

এস সি ডি এডমিন

হিফজ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উস্তাদ নাসীল শাহরুখের নাসীহা Read More »

হিফজ সংক্রান্ত নোটিস

আসসালামুআলাইকুম,

১০ পারা ও ৩০ পারা গ্রুপের হিফজ শিক্ষার্থীদের জন্য আগামী ১৮/২/২০২৩ (শনিবার) থেকে প্রযোজ্য কিছু বিশেষ নির্দেশনা:

১) প্রতি শনিবার ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের রিভিশন আরও জোরদার করার জন্য ৪ ঘন্টা সময় স্কুলে উপস্থিত থাকবে।

সময়সূচি:
ক) মেয়ে শিক্ষার্থী: সকাল ৭:৩০ – ১১:৩০ পর্যন্ত
স্থান: ৭ম তলা (৭০০, ৭০১ ও ৭০২ নং রুম)

খ) ছেলে শিক্ষার্থী: সকাল ৭:৩০ – ১১:৩০ পর্যন্ত
স্থান: ৫ম তলা (৫০০, ৫০১ ও ৫০২ নং রুম)

২ ঘন্টা পর শিক্ষার্থীদের ১৫ মিনিটের ব্রেক দেওয়া হবে।

২) প্রতি শনিবার শিক্ষার্থীরা ছক অনুযায়ী বিগত সপ্তাহে মুখস্তকৃত দারস সম্পূর্ণ পড়া দিবে। যারা দারস শোনাতে পারবে না, তারা প্রয়োজনে বাড়তি সময় স্কুলে থেকে পড়া শোনাবে।

৩) যারা শনিবার অনুপস্থিত থাকবে, তারা অবশ্যই পরের শনিবার ২ সপ্তাহের পড়া একবারে শোনাবে।

৪) যারা (৩০ পারা গ্রুপ) হিফজ-এর পড়া ছক অনুযায়ী নিয়মিত ও নির্ভূলভাবে প্রস্তুত করবে না, তাদের ৩০ পারা থেকে ১০ পারা গ্রুপে স্থানাস্তর করা হবে। এবং যারা (১০ পারা গ্রুপ) হিফজ-এর পড়া ছক অনুযায়ী নিয়মিত ও নির্ভূলভাবে প্রস্তুত করবে না, তাদের ১০ পারা থেকে নাজেরা গ্রুপে স্থানাস্তর করা হবে।

শিক্ষার্থীদের তাজউইদ ও হিফজ-এর সার্বিক উন্নতির জন্য স্কুলের পাশাপাশি অভিভাবকবৃন্দের প্রত্যক্ষ তত্ত্বাবধান একান্ত কাম্য।

অধ্যক্ষ
এস. সি. ডি (মোহাম্মদপুর শাখা)

হিফজ সংক্রান্ত নোটিস Read More »

কায়দা/আম্মা পারা/নাজেরা গ্রুপের দৈনিক ট্র্যাকিং চার্ট

স্মারক নং: SCD_20230102

কায়দা, আম্মা পারা এবং নাজেরা গ্রুপের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৫/০১/২০২৩ (বুধবার) কায়দা, আম্মা পারা এবং নাজেরা ট্র্যাকিং চার্ট প্রদান করা হবে এবং প্রতিদিন শিক্ষার্থীরা এই ট্র্যাকার নিয়ে স্কুলে আসবে। 

অভিভাবকবৃন্দ অবশ্যই শিক্ষার্থীদের প্রতিদিনের করণীয় কাজ তদারকি করবেন এবং ট্র্যাকারে স্বাক্ষর করবেন।

বি: দ্র: এই নোটিশটি শুধুমাত্র কায়দা, আম্মা পারা এবং নাজেরার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

মা’আসসালামাহ

এস সি ডি এডমিন

কায়দা/আম্মা পারা/নাজেরা গ্রুপের দৈনিক ট্র্যাকিং চার্ট Read More »

স্কুল ইউনিফর্ম ও দেরীতে স্কুলে উপস্থিত হওয়া প্রসঙ্গে

আসসালামুআলাইকুম,

গত ১৫ জানুয়ারি ২০২৩ থেকে স্কুল কার্যক্রম শুরু হওয়ার পর অনেক শিক্ষার্থীর পক্ষেই এখন পর্যন্ত পরিপূর্ণভাবে স্কুল ইউনিফর্ম পরে আসা সম্ভব হচ্ছে না। তবে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে শিক্ষার্থীদের অবশ্যই পরিপূর্ণভাবে স্কুল ইউনিফর্ম পরে আসা নিশ্চিত করতে হবে। ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে কোনো শিক্ষার্থী পরিপূর্ণ ইউনিফর্ম ছাড়া স্কুলে প্রবেশ করার অনুমতি পাবে না। এমনকি ভিন্ন রংয়ের মোজা বা জুতা পরলেও স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এছাড়া ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ক্লাস শুরুর নির্ধারিত সময়ের পর স্কুলের মেইন গেট বন্ধ করে দেওয়া হবে এবং কোনো শিক্ষার্থীকে স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

তাই ১লা ফেব্রুয়ারি ২০২৩ থেকে সকল শিক্ষার্থী (নার্সারি – ১০ম শ্রেণি) অবশ্যই ক্লাস শুরুর নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকবে এবং পরিপূর্ণ স্কুল ড্রেস পরিধান করে আসবে। অন্যথায় শিক্ষার্থীদের স্কুল গেট থেকেই ফিরে যেতে হবে।

ট্রাফিক জ্যাম, ঘুম থেকে উঠতে দেরী হওয়া ইত্যাদি কারণ প্রদর্শন করে স্কুল অফিসে ফোন বা প্রিন্সিপাল উস্তাজকে ফোন করে কোনো ধরনের অনুরোধ করা থেকে অভিভাবকবৃন্দ বিরত থাকবেন ইন-শা-আল্লাহ।

একজন সময়ানুবর্তী এবং সুশৃঙ্খল জীবনে অভ্যস্ত মুসলিম হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে অভিভাবকদের আন্তরিক সহযোগীতা একান্ত কাম্য।

মা আসসালামাহ,

অধ্যক্ষ, এস সি ডি (মোহাম্মদপুর)

স্কুল ইউনিফর্ম ও দেরীতে স্কুলে উপস্থিত হওয়া প্রসঙ্গে Read More »

নার্সারির অভিভাবকদের প্রতি কিছু নির্দেশনা (সেশন ২০২৩)

আসসালামুআলাইকুম,

স্কুলের প্রথম দিন শিক্ষার্থীদের ব্যাগে সব বই-খাতা দিয়ে দিতে হবে। হোমওয়ার্ক-এর খাতা ব্যাতীত সব বই প্রথম দিনই স্কুলে রেখে দেওয়া হবে এবং পরবর্তীতে শিক্ষার্থীদের বইতে ‘ক্লাসওয়ার্ক’ করানো হবে।

নার্সারির শিক্ষার্থীদের বাড়ির কাজ ‘হোম ওয়ার্ক’ খাতায় উস্তাজারা লিখে দিবেন। আলাদা ডায়েরিতে কোনো বাড়ির কাজ দেওয়া হবে না। অভিভাবকগণ প্রতিদিন হোমওয়ার্কের খাতা চেক করবেন এবং নির্দেশনা অনুযায়ী বাড়ির কাজগুলো বাসায় করাবেন। উক্ত হোমওয়ার্ক খাতায় উস্তাজ/উস্তাজাগণ মন্তব্য লিখে দিবেন, যা বাসায় অভিভাবকগণ খেয়াল করবেন, ইন-শা-আল্লাহ।

প্রতিদিন নার্সারির শিক্ষার্থীরা বাসা থেকে শুধুমাত্র হোমওয়ার্কের খাতা, পানির পট, টিফিন বক্স ও রঙ পেন্সিল ব্যাগে করে সাথে নিয়ে আসবে। পেন্সিল, শার্পনার ও ইরেজার স্কুল থেকেই দেওয়া হবে।

প্রতি সপ্তাহের শেষদিন সাধারণত পুরো সপ্তাহের বাড়ির কাজ একসাথে, আবার লিখে দেওয়া হয়। যাতে করে কোনো শিক্ষার্থী উক্ত সপ্তাহে অনুপস্থিত থাকলেও বাড়ির কাজ মিস না করে।

নার্সারির শিক্ষার্থীদের টিফিন ক্লাস শেষে টিফিন বক্সে দিয়ে দেওয়া হবে।

নার্সারির অনেক শিক্ষার্থীর জন্য আমাদের স্কুলে নার্সারিই হয়ত প্রথম স্কুল-অভিজ্ঞতা। বিগত বছরগুলোতে আমরা দেখেছি নার্সারির অনেক শিক্ষার্থীই প্রথম দিকে ক্লাসে বসতে চায় না, কান্নাকাটি করে অথবা বাবা/মায়ের কাছে যেতে চায়। আমরা আশা করছি এসময় সকল অভিভাবক ধৈর্য্যের পরিচয় দেবেন। শিক্ষার্থীকে বাসা থেকেই স্কুল সম্পর্কে বলে, উৎসাহ দিয়ে মানসিকভাবে প্রস্তুত করবেন। খুব জরুরী প্রয়োজন হলে নিচতলায় অবস্থানরত অভিভাবকদের ক্লাস রুমের বাইরে অবস্থান করার অনুমতি দেওয়া হয়। সন্তানের কান্নার শব্দ শুনে অনেক বাবা-মা বিচলিত হয়ে যান এবং ক্লাসরুমে অবস্থানের অনুমতি চান, যা বাচ্চাকে ক্লাসরুমের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে বাধার সৃষ্টি করে। এতে অন্যান্য শিক্ষার্থীরাও প্রভাবিত হয়।

তাই নার্সারির সকল অভিভাবকের প্রতি অনুরোধ, প্রথম দুই-তিন সপ্তাহ আপনারা অনুগ্রহ করে ধৈর্য্যসহ স্কুলের সকল দিকনির্দেশনা মেনে চলবেন, ইন-শা-আল্লাহ।

মা’আসসালামাহ

অধ্যক্ষ
এস সি ডি (মোহাম্মদপুর শাখা)

নার্সারির অভিভাবকদের প্রতি কিছু নির্দেশনা (সেশন ২০২৩) Read More »

২০২৬ শিক্ষাবর্ষের "ভর্তি ফর্ম " ১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পাওয়া যাবে, ইন-শা-আল্লাহ। বিস্তারিত জানতে ক্লিক করুন

X