২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে, তাদের ফলাফল ২২ ডিসেম্বর ২০২৫ (সোমবার) বিকাল ৫ টায় প্রকাশ করা হবে, ইন-শা-আল্লাহ।
নার্সারিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দকে নিচে প্রদত্ত সময়সূচি অনুযায়ী এস.সি.ডি মোহাম্মদপুর শাখায় সাক্ষাৎকার সেশনে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। অভিভাববকবৃন্দ অবশ্যই নির্ধারিত সময়ের ১৫ মিনিট পূর্বে স্কুলে উপস্থিত থাকবেন এবং নিচে উল্লিখিত নির্ধারিত বুথে যথাসময় উপস্থিত হবেন, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, নার্সারি শ্রেণির জন্য শিক্ষার্থীর কোনো লিখিত পরীক্ষা নেওয়া হয় না; শুধুমাত্র মৌখিক (Oral Viva) সাক্ষাৎকার গ্রহণ করা হয়।
অনুগ্রহ করে নির্ধারিত সময়ে শিক্ষার্থীসহ পিতা ও মাতা (প্রযোজ্য ক্ষেত্রে) উভয়কেই উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
মা’আসসালামাহ,
এস সি ডি স্কুল কর্তৃপক্ষ
ভর্তি পরীক্ষার ফলাফল দেয়া হবে ২২ ডিসেম্বর ২০২৫ ইনশাআল্লাহ।
আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক শ্রেণিগুলোতে ভর্তির জন্য আমাদের নির্ধারিত আসন সংখ্যার তুলনায় নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন উল্লেখযোগ্যভাবে বেশি হয়ে থাকে।
এই প্রেক্ষিতে সকল অভিভাবকের প্রতি বিশেষ অনুরোধ, ২০২৬ সেশনে ভর্তির বিষয়টি, সেশন ফি (৬০০০ টাকা) পরিশোধের মাধ্যমে আগামী ১৮ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে নিশ্চিত করবেন, ইন-শা-আল্লাহ। উল্লেখ্য, ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর খালি আসনগুলোতে যদি নতুন শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়ে যায়, সে ক্ষেত্রে বর্তমান শিক্ষার্থীদের জন্য পরবর্তীতে আসন রাখা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে।
আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য জাযাকুমুল্লাহু খাইরান।
রেজাল্ট শিট-এ যাদের Promotion Decision হবে ‘Promoted‘ বা ‘Conditionally Promoted‘, তারা পরবর্তী শ্রেণিতে সরাসরি অধ্যয়নের সুযোগ পাবে।
রেজাল্ট শিট-এ যাদের Promotion Decision হবে ‘Withheld‘“‘, তারা প্রিন্সিপাল উস্তাজ-এর সাথে দেখা করবেন। প্রিন্সিপাল উস্তাজ-এর সাথে পরামর্শ সাপেক্ষে এই ‘Withheld‘ স্ট্যাটাস-এর শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
রেজাল্ট শিট-এ যাদের Promotion Decision হবে “Not promoted” এবং পাশে “MUST REPEAT SAME CLASS” সিল দেয়া থাকবে, তারা ২০২৫ সালে যেই শ্রেণিতে অধ্যয়ন করছিল, ২০২৬ শিক্ষাবর্ষেও সেই শ্রেণিতে পুনরায় অধ্যয়ন করবে।
২) কেজি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজাল্ট ও খাতা একই দিনে দেখানো হবে। কেজি-৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের খাতা বাসায় নিতে দেওয়া হয় না। এস.এস.সি-২০২৬ পরীক্ষার্থীরা রেজাল্টের সাথে বাসায় খাতা নিতে পারবে। ৩) যারা পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবে, তাদের ২০২৬ সালের ভর্তি কার্যক্রম আগামী ১৮ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সম্পন্ন করতে হবে। বর্তমান শিক্ষার্থীদের পরবর্তী সেশনে আসন নিশ্চিত করার পর অবশিষ্ট খালি আসনে নতুনভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি নেওয়া হবে।
৪) বর্তমান শিক্ষার্থীরা যদি ১৮ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত না করেন, সেক্ষেত্রে নতুন শিক্ষার্থী ভর্তি নেওয়ার পর আসন পূরণ হয়ে গেলে আমাদের পক্ষে আর কোনো শিক্ষার্থী ভর্তি নেওয়া সম্ভব হবে না। তাই যারা ২০২৬ শিক্ষাবর্ষেএস.সি.ডি মোহাম্মদপুর শাখায় সন্তানদের পড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, তারা রেজাল্ট প্রকাশের পর ১৮ ডিসেম্বর২০২৫-এর মধ্যে ২০২৬ শিক্ষাবর্ষের সেশন ফি (৬০০০ টাকা) প্রদান করে ভর্তি নিশ্চিত করবেন। আমরা এর উপর ভিত্তি করে খালি আসনে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করবো ইন-শা-আল্লাহ।
শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ/অনুত্তীর্ণ হওয়ার সিদ্ধান্তসমূহ এস.সি.ডি প্রমোশন কমিটির মাধ্যমে নেওয়া হয়। তাই যারা অনুত্তীর্ণ হয়েছেন, তাদেরকে যে কোনো ধরনের সুপারিশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) বার্ষিক পরীক্ষার ফলাফল গ্রহণের শিডিউল ও নির্দেশনা:
নার্সারি শ্রেণির বার্ষিক পরীক্ষার খাতা ও ফলাফল একসাথে দেওয়া হবে। পরীক্ষার খাতা রেজাল্ট কার্ডের সাথে প্রদত্ত সময়ের মধ্যে একই ভবনে নির্ধারিত ফ্লোরে দেখানো হবে, ইন শা আল্লাহ।
ইতোমধ্যে কুরআনের গ্রুপ পরিবর্তনের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের ফোনকলের মাধ্যমে সংশ্লিষ্ট গ্রুপের পরীক্ষার তারিখ জানানো হয়েছে। অধিকতর নিশ্চয়নের জন্য লিখিত আকারে পরীক্ষার শিডিউলটি উল্লেখ করা হলো।