আসসালামুআলাইকুম,
আগামী বুধবার এবং বৃহস্পতিবার (৫ ও ৬ ফেব্রুয়ারি) স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ। এই দুইদিন নার্সারি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত স্কুলের একাডেমিক সকল কার্যক্রম বন্ধ থাকবে, ইন শা আল্লাহ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সংক্রান্ত নির্দেশনা:
- ক্রীড়া প্রতিযোগিতার দিন শিক্ষার্থীদের স্কুল ড্রেসে আসা বাধ্যতামূলক নয়। তবে প্রত্যেক শিক্ষার্থী অবশ্যই স্কুল আই.ডি কার্ড পরিধান করে আসবে।
- খেলার দিন মূল ভবনের সাথে সংলগ্ন মাঠে পুরুষদের প্রবেশ নিষেধ। তবে খেলা চলাকালীন যেসব শিক্ষার্থী খেলায় অংশগ্রহণ করবে, শুধুমাত্র সেসব শিক্ষার্থীর মা বা মহিলা অভিভাবক মাঠে ঢুকতে পারবে এবং খেলা শেষে বের হয়ে আসবে।
- খেলা চালাকালীন কোনো অভিভাবক যে কোনো ধরনের মন্তব্য বা শিক্ষার্থীদের কোনো নির্দেশনা দেওয়া থেকে বিরত থাকবেন।
- খেলার দিন স্কুলের মূল ভবন ও আলফা স্পোর্টস-এ অভিভাবকগণ শিক্ষার্থীদের নিজ দায়িত্বে নিয়ে যাবেন ও খেলা শেষে নিয়ে আসবেন, ইন শা আল্লাহ। শিক্ষার্থীরা অবশ্যই স্টুডেন্ট আই.ডি. কার্ড সাথে রাখবে এবং অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের খেলা শেষে নিয়ে যাওয়ার সময় অভিভাবক কপি প্রদর্শন করবেন। (এই নিয়ম ৫ ও ৬ তারিখ স্কুল ভবন এবং আলফা স্পোর্টস উভয় স্থানের জন্য প্রযোজ্য)।
- কোনো শিক্ষার্থী যদি একা বাসায় যায়, সেক্ষেত্রে শিক্ষার্থীর কাছে অভিভাবক কপি থাকতে হবে। অর্থাৎ, খেলা শেষে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্কুলের বর্তমান নিয়ম অনুসরণ করা হবে।
- আলফা স্পোর্টস চন্দ্রিমা হাউজিং-এ অবস্থিত। যেখানে মোহাম্মদপুর বেড়িবাধ অতিক্রম করে ঢাকা উদ্যানের ভিতর দিয়ে যেতে হয়। সংসদ ভবনে পাশে অবস্থিত চন্দ্রিমা উদ্যান ভেবে কেউ ভুল করবেন না।
- আলফা স্পোর্টস-এর গুগল ম্যাপ লিংক: https://maps.app.goo.gl/d2dmFVCLfqHX2rXu9
- খেলার দিন শিক্ষার্থীদের লাইট স্ন্যাকস দেওয়া হবে।
খেলার তারিখ ও সময়সূচী
নার্সারি শ্রেণি
(৫ ফেব্রুয়ারি, বুধবার)
ছেলে/মেয়ে | সময় | স্থান | অভিভাবকদের বসার স্থান |
মেয়ে | সকাল ৮:৩০ – সকাল ৯:৫০ | স্কুলের খেলার মাঠ | পুরুষ: ৩য় তলা, মহিলা: নিচতলা |
ছেলে | সকাল ১০:০০–সকাল ১১:৩০ | স্কুলের খেলার মাঠ | পুরুষ: ৩য় তলা, মহিলা: নিচতল |
কেজি শ্রেণি
(৫ ফেব্রুয়ারি, বুধবার)
ছেলে/মেয়ে | সময় | স্থান | অভিভাবকদের বসার স্থান |
মেয়ে | দুপুর ১২:০০ – দুপুর ১:৩০ | স্কুলের খেলার মাঠ | পুরুষ: ৩য় তলা, মহিলা: নিচতলা |
ছেলে | দুপুর ১:৪০ – দুপুর ৩:০০ | স্কুলের খেলার মাঠ | পুরুষ: ৩য় তলা, মহিলা: নিচতলা |
ডে শিফট (শুধুমাত্র ছেলে)
১ম – ১০ম শ্রেণি
(৫ ফেব্রুয়ারি, বুধবার)
ছেলে/মেয়ে | শ্রেণি | সময় | স্থান | অভিভাবকদের বসার স্থান |
ছেলে | ১ম-৪র্থ | সকাল ১০:০০- দুপুর ১:০০ | আলফা স্পোর্টস গ্রাউন্ড, চন্দ্রিমা হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা | পুরুষ: খেলার মাঠ ও ২য় তলা মহিলা: নিচতলার প্যাভিলিয়ন |
ছেলে | ৫ষ্ঠ-১০ম | দুপুর ১:৩০-বিকাল ৪:৩০ | আলফা স্পোর্টস গ্রাউন্ড, চন্দ্রিমা হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা | পুরুষ: খেলার মাঠ ও ২য় তলা মহিলা: নিচতলার প্যাভিলিয়ন |
মর্নিং শিফট (শুধুমাত্র মেয়ে)
১ম – ১০ম শ্রেণি
(৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার)
ছেলে/মেয়ে | শ্রেণি | সময় | স্থান | অভিভাবকদের বসার স্থান |
মেয়ে | ১ম – ২য় | সকাল ৮:৩০ – সকাল ১১:৩০ | স্কুলের খেলার মাঠ | পুরুষ: ৩য় তলা, মহিলা: নিচতলা |
মেয়ে | ৩য় – ৫ম | দুপুর ১২:০০ – দুপুর ৩:০০ | স্কুলের খেলার মাঠ | পুরুষ: ৩য় তলা, মহিলা: নিচতলা |
মেয়ে | ৬ষ্ঠ-১০ম | সকাল ৮:৩০ – দুপুর ১:০০ | ভবন-১ (৮ম তালা) | পুরুষ: ৩য় তলা, মহিলা: নিচতলা |
মা’আসসালামাহ
এস সি ডি এডমিন