বার্ষিক পরীক্ষা ২০২৫ – রুটিন

নার্সারি ও কেজি শ্রেণির মৌখিক/শ্রুতলিপি পরীক্ষার সিডিউল

*নার্সারি ও কেজি শ্রেণিতে মৌখিক পরীক্ষার দিন অন্যকোন ক্লাস অনুষ্ঠিত হবে না।
*কেজি শ্রেণির বার্ষিক কুরআন পরীক্ষা ১১ই নভেম্বর অনুষ্ঠিত হবে, ইন শা আল্লাহ।
কুরআন ও এরাবিক পরীক্ষার সিডিউল
আগামী ০৮-১২ নভেম্বর ‘২৫ থেকে (কায়দা, আমপারা,নাজেরা ও হিফজ) সকল বিভাগের কোরআন পরীক্ষা ধাপে ধাপে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
পরীক্ষার সিডিউল নিচে দেয়া হল:
হিফয ২য় বর্ষের পরীক্ষা সর্বমোট পাঁচ পারার উপর অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ। উক্ত পাঁচ পারা তিন ধাপে নেয়া হবে
• ০৮-১১-২৫ : (২৬, ২৭ পারা)
• ০৯-১১-২৫: (২৮ পারা)
• ১০-১১-২৫: (২৯, ৩০পারা)
হিফয ৪র্থ বর্ষের পরীক্ষা সূরা ভিত্তিক হবে এবং উক্ত পরীক্ষাগুলো তিন ধাপে নেওয়া হবে
• ০৮-১১-২৫: (সূরা মায়েদাহ, সূরা আনআম)
• ০৯-১১-২৫: (সূরা আ’রাফ, সূরা আনফাল)
• ১০-১১-২৫: (সূরা আত তাওবা)।
কায়েদা, আম্মাপারা ও নাজেরা গ্রুপের পরীক্ষা
• ১১-১১-২৫ (কায়েদা ও আম্মাপারা গ্রুপ)
• ১২-১১-২৫ (নাজেরা গ্রুপ)
*কায়েদা গ্রুপের শিক্ষার্থীরা আম্মাপারার উপর পরীক্ষা দিবেন।
* বিশেষ প্রয়োজনে পরীক্ষার শিডিউল পরিবর্তন হতে পারে।