আম্মাপারা তিলাওয়াতের অডিও ফাইলসমূহ

আসসালামুআলাইকুম,

শিক্ষার্থীদের বাসায় কায়দা/আম্মাপারা/নাজেরা মাসিক চার্ট দেওয়া হয়েছে, যেখানে “মুখস্থের সূরা ক্বারির সাথে শুনে পড়া ২ বার”-এর কথা উল্লেখ আছে। উক্ত তিলাওয়াত সমূহের অডিও ফাইল মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপে ডাউনলোড করবেন এবং নিজেরা উপস্থিত থেকে তিলাওয়াত শোনাবেন। কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের হাতে মোবাইল দিবেন না।

বি: দ্র: এই নোটিশটি শুধুমাত্র কায়দা, আম্মাপারা এবং নাজেরার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

এস সি ডি এডমিন