অর্ধ-বার্ষিক ২০২৫ সালের পরীক্ষার ফলাফল গ্রহণ সংক্রান্ত দিকনির্দেশনা
আগামী ১৪ আগষ্ট ২০২৫ (বৃহস্পতিবার) অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল গ্রহণের শিডিউল:
- কেজি – ২য় শ্রেণি: সকাল ৯:০০ – ১১:০০
- ৩য়-৫ম শ্রেণি: সকাল ১১:০০ – দুপুর ১:০০
- বিরতি: দুপুর ১:০০ – ২:০০
- ৬ষ্ঠ শ্রেণি – ১০ম শ্রেণি : দুপুর ২:০০ – বিকাল ৪:০০
স্কুল বিল্ডিং-২ (“নিয়ামাহ প্যালেস” এর ২য় তলা) থেকে নির্দিষ্ট সময়ে যার যার সন্তানের রেজাল্ট কার্ড সংগ্রহ করবেন। পরীক্ষার খাতা দেখতে রেজাল্ট কার্ড নেওয়ার পর স্কুল বিল্ডিং-১ এর ৩য় তলায় প্রদত্ত সময়ের মাঝেই আসতে হবে, ইন শা আল্লাহ।
বি: দ্র: নার্সারি – ১০ম শ্রেনীর সকল ক্লাস উক্ত দিন বন্ধ থাকবে।
এস সি ডি এডমিন