বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ (মোহাম্মদপুর শাখা)

আসসালামুআলাইকুম,

আগামী বুধবার এবং বৃহস্পতিবার (৫ ও ৬ ফেব্রুয়ারি) স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ। এই দুইদিন নার্সারি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত স্কুলের একাডেমিক সকল কার্যক্রম বন্ধ থাকবে, ইন শা আল্লাহ।

  • ক্রীড়া প্রতিযোগিতার দিন শিক্ষার্থীদের স্কুল ড্রেসে আসা বাধ্যতামূলক নয়। তবে প্রত্যেক শিক্ষার্থী অবশ্যই স্কুল আই.ডি কার্ড পরিধান করে আসবে।
  • খেলার দিন মূল ভবনের সাথে সংলগ্ন মাঠে পুরুষদের প্রবেশ নিষেধ। তবে খেলা চলাকালীন যেসব শিক্ষার্থী খেলায় অংশগ্রহণ করবে, শুধুমাত্র সেসব শিক্ষার্থীর মা বা মহিলা অভিভাবক মাঠে ঢুকতে পারবে এবং খেলা শেষে বের হয়ে আসবে।
  • খেলা চালাকালীন কোনো অভিভাবক যে কোনো ধরনের মন্তব্য বা শিক্ষার্থীদের কোনো নির্দেশনা দেওয়া থেকে বিরত থাকবেন।
  • আলফা স্পোর্টস চন্দ্রিমা হাউজিং-এ অবস্থিত। যেখানে মোহাম্মদপুর বেড়িবাধ অতিক্রম করে ঢাকা উদ্যানের ভিতর দিয়ে যেতে হয়। সংসদ ভবনে পাশে অবস্থিত চন্দ্রিমা উদ্যান ভেবে কেউ ভুল করবেন না।
  • আলফা স্পোর্টস-এর গুগল ম্যাপ লিংক: https://maps.app.goo.gl/d2dmFVCLfqHX2rXu9
  • খেলার দিন শিক্ষার্থীদের লাইট স্ন্যাকস দেওয়া হবে।

নার্সারি শ্রেণি
(৫ ফেব্রুয়ারি, বুধবার)

ছেলে/মেয়েসময়স্থানঅভিভাবকদের বসার স্থান
মেয়েসকাল ৮:৩০ – সকাল ৯:৫০স্কুলের খেলার মাঠপুরুষ: ৩য় তলা, মহিলা: নিচতলা
ছেলেসকাল ১০:০০–সকাল ১১:৩০স্কুলের খেলার মাঠপুরুষ: ৩য় তলা, মহিলা: নিচতল

⁠কেজি শ্রেণি
(৫ ফেব্রুয়ারি, বুধবার)

ছেলে/মেয়েসময়স্থানঅভিভাবকদের বসার স্থান
মেয়েদুপুর ১২:০০ – দুপুর ১:৩০স্কুলের খেলার মাঠপুরুষ: ৩য় তলা, মহিলা: নিচতলা
ছেলেদুপুর ১:৪০ – দুপুর ৩:০০স্কুলের খেলার মাঠপুরুষ: ৩য় তলা, মহিলা: নিচতলা

ডে শিফট (শুধুমাত্র ছেলে)
১ম – ১০ম শ্রেণি
(৫ ফেব্রুয়ারি, বুধবার)

ছেলে/মেয়েশ্রেণিসময়স্থানঅভিভাবকদের বসার স্থান
ছেলে১ম-৪র্থসকাল ১০:০০- দুপুর ১:০০আলফা স্পোর্টস গ্রাউন্ড, চন্দ্রিমা হাউজিং, মোহাম্মদপুর, ঢাকাপুরুষ: খেলার মাঠ ও ২য় তলা মহিলা: নিচতলার প্যাভিলিয়ন
ছেলে৫ষ্ঠ-১০ম দুপুর ১:৩০-বিকাল ৪:৩০আলফা স্পোর্টস গ্রাউন্ড, চন্দ্রিমা হাউজিং, মোহাম্মদপুর, ঢাকাপুরুষ: খেলার মাঠ ও ২য় তলা মহিলা: নিচতলার প্যাভিলিয়ন

মর্নিং শিফট (শুধুমাত্র মেয়ে)
১ম – ১০ম শ্রেণি
(৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার)

ছেলে/মেয়েশ্রেণিসময়স্থানঅভিভাবকদের বসার স্থান
মেয়ে১ম – ২য়সকাল ৮:৩০ সকাল ১১:৩০স্কুলের খেলার মাঠপুরুষ: ৩য় তলা, মহিলা: নিচতলা
মেয়ে৩য় – ৫মদুপুর ১২:০০ দুপুর ৩:০০স্কুলের খেলার মাঠপুরুষ: ৩য় তলা, মহিলা: নিচতলা
মেয়ে৬ষ্ঠ-১০মসকাল ৮:৩০ দুপুর ১:০০ভবন-১ ( তালা)পুরুষ: ৩য় তলা, মহিলা: নিচতলা

এস সি ডি এডমিন