আসসালামু আলাইকুম,
আগামী ২৪ আগস্ট (শনিবার) অভিভাবকগণ স্কুলে এসে অর্ধ-বার্ষিক ২০২৪ পরীক্ষার খাতা দেখতে পারবেন ইনশাআল্লাহ্।
খাতা দেখার সময়:
মর্নিং শিফট
সকাল ১১:৩০ টা থেকে দুপুর ০১:০০ টা পর্যন্ত
• কেজি – ১ম শ্রেণি (রুম – ৩০০) [লিফট-২]
• ২য় শ্রেণি – ৫ম শ্রেণি (রুম – ৫০০) [লিফট-৪]
• এ্যারাবিক লেভেল ১ – ৪ (রুম – ৪০০) [লিফট-৩]
ডে শিফট
দুপুর ০১:৩০ থেকে দুপুর ০৩:০০ পর্যন্ত
• কেজি – ১ম শ্রেণি (রুম – ৩০০) [লিফট-২]
• ২য় শ্রেণি – ৫ম শ্রেণি (রুম – ৫০০) [লিফট-৪]
• এ্যারাবিক লেভেল ১ – ৪ (রুম – ৪০০) [লিফট-৩]
খাতা দেখার জন্য অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। খাতা সংক্রান্ত যে কোনো ফিডব্যাক বা পর্যবেক্ষণ নির্ধারিত ফরমে লিখে অফিসরুমে জমা দিতে হবে, ইন-শা-আল্লাহ।
বি.দ্র.: প্রতি ফ্লোরে পুরুষ ও মহিলা অভিভাবকদের জন্য আলাদা রুম নির্ধারন করা থাকবে, ইন-শা-আল্লাহ।
মা’আসসালামাহ,
এস সি ডি এডমিন