নার্সারি ক্লাস টেস্ট (২০২৪) এর সিলেবাস এবং রুটিন

সিলেবাস

 বাংলা:  নিজের চেষ্টায় না দেখে লেখার অভ্যাস

স্বরবর্ণ: অ থেকে ঔ
ব্যঞ্জনবর্ণ: ক থেকে ণ
মৌখিক: স্বরবর্ণ  ব্যঞ্জনবর্ণ (ক – ণ) দিয়ে ৩ টি করে শব্দ বলা।

 English: Writing Practice (on your own)

Capital letter: A to M
Small letter:  a to m
Oral test: 3 words for each letter (A to M) 

গণিত ও Math: না দেখে নিজে নিজে লিখতে পারা

লিখিত – ১ থেকে ২৫ এবং 1 to 25
Oral – 1 to 25 (counting) এবং গুণে বলা (১ থেকে ২৫)

 কুরআন ও আরবি 

লিখিত:
# আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো লিখতে পারা
# (১-১০) আরবিতে সংখ্যা লেখা

মৌখিক:
# (ض – ا) পর্যন্ত হরফ দিয়ে শব্দ বলা
# সূরা ফাতিহা, সূরা নাস এবং সুরা ফালাক্ব মুখস্ত
# দোয়া: শীটের এক থেকে সাত পর্যন্ত দোয়া মুখস্ত 

 ক্লাস টেস্ট রুটিন:  

তারিখবারবিষয়
০৪/০৭/ ২০২৪বৃহস্পতিবারআরবি
০৭/০৭/ ২০২৪রবিবারবাংলা
০৮/০৭/ ২০২৪সোমবারইংরেজি
০৯/০৭/ ২০২৪মঙ্গলবারগণিত

পরীক্ষার সময়:

মর্নিং শিফট: সকাল ৯:০০ – ১০:০০ |  ডে শিফট: ১১:৩০ – ১২:৩০

 বি: দ্র: পরীক্ষার পর কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না।