আসসালামুআলাইকুম,
আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (শনিবার) এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা) থেকে “স্টাডি ট্যুরের’ আয়োজন করা হচ্ছে।
বিস্তারিত:
ভেন্যু: “সামারা ভিলেজ”, সোনারগাঁও, নারায়নগঞ্জ (দুরত্ব: স্কুল থেকে ৩১ কিলোমিটার)।
Google Map Link: https://maps.app.goo.gl/kJyv9ye5UhtfPShG9
তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (শনিবার)।
বাস ছাড়ার স্থান: শেখেরটেক ১২।
জন প্রতি রেজিস্ট্রেশন ফি: ৮৫০ টাকা (যেসব শিশুর জন্য আলাদা খাবার এবং বাসে আলাদা সিট লাগবে, তাদের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক)।
রেজিস্ট্রেশন ফি প্রদানের নিয়ম: স্কুল অফিসে নগদ টাকা প্রদানের মাধ্যমে টিকেট সংগ্রহ করতে হবে। ব্যাংক, বিকাশ বা নগদের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে না। প্রতিটি টিকেটে মোট ৫টি অংশ থাকবে (১. সকালের নাস্তা, ২. কফি, ৩. দুপুরের খাবার, ৪. র’ চা, ৫. বিকালের নাস্তা)। নির্ধারিত খাবার গ্রহণের সময়ে নির্ধারিত অংশটি ছিঁড়ে লাইনে দাঁড়াতে হবে এবং খাবার সংগ্রহ করতে হবে।
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ (বুধবার)।
*আয়োজনের সুবিধার্থে প্রথম ৯০০ জনকে “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে টিকেট দেওয়া হবে। আসন পূরণ হয়ে গেলে কোনো অবস্থাতেই আমরা অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়াতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
ইভেন্ট শিডিউল:
- সকাল ৭:১০ – ‘শেখেরটেক ১২’ রিপোর্টিং
- সকাল ৭:২০ – নির্ধারিত বাসে আসন গ্রহণ (রেজিস্ট্রেশনের পর নাম অনুযায়ী বাস নাম্বার ১৬/২/২০২৪ তারিখে স্কুলের হোয়াটসএ্যাপ গ্রুপের মাধ্যমে)জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।)
- সকাল: ৭:৩০ – বাস গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
- সকাল: ৮:৩০ – গন্তব্যে পৌছানো
- সকাল ৯:০০ – সকালের নাস্তা গ্রহণ (মিক্সড ভেজিটেবল + চিকেন লটপটি খিচুড়ি)
- সকাল ৯:৩০ – ১:১৫ – খেলাধুলা ও নিজেদের মত সময় কাটানো
- দুপুর: ১:৩০ – যোহর সলাতের জামাত
- দুপুর: ২:০০ – দুপুরের খাবার (পোলাও, মুরগি, গরু, সবজি, মিষ্টি)
- বিকাল ৩:০০ – ৩:৩০ – বিশ্রাম
- বিকাল ৩:৩০ – আসর সলাতের জামাত
- বিকাল ৩:৫০ – বাসে আসন গ্রহণ
- বিকাল ৪:০০ – ঢাকার উদ্দেশ্যে রওনা
- বিকাল: ৪:৩০ – বাসে বিকালের হালকা নাস্তা বিতরণ
- সন্ধ্যা ৫:৩০ – শেষ স্টপেজ – শ্যামলী রিং রোড
বিশেষ নির্দেশিকা:
- ৭:৩০ এর পর কারও জন্য বাস অপেক্ষা করবে না। তাই এরপর ফোন করে বাস অপেক্ষা করার জন্য অনুরোধ করা থেকে বিরত থাকবেন। যারা ৭:৩০-এর মধ্যে বাসে উঠতে পারবেন না, তারা অনুগ্রহ পূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় স্পটে পৌছাবেন।
- বিশেষভাবে উল্লেখ্য, সকাল ও দুপুরের খাবারl সবাই সুন্নাহ অনুযায়ী পুরোটা খাবেন অথবা খেতে না পারলে সাথে করে নিয়ে আসবেন (যেহেতু নাস্তা ও দুপুরের খাবার বক্সে করে দেওয়া হবে)। কোনো অবস্থাতেই খাবার নষ্ট করবেন না।
- শিক্ষার্থী, অভিভাবক ভাইবোন ব্যতিত অন্য কোন আত্মীয় বা বন্ধুবান্ধব যেতে চাইলে স্কুল থেকে অনুমতি নিতে হবে।
- কেউ নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি নিয়ে স্পটে গেলে ড্রাইভার এর জন্য আলাদা টিকেট কাটতে হবে।
- যাত্রা শুরু থেকে স্পটে পৌছানো এবং স্পট থেকে আবার শেখেরটেক ফেরা পর্যন্ত প্রতিটি শিক্ষার্থী এবং শিশুর দায়িত্ব তাদের অভিভাবকদের উপর বর্তাবে। এই স্টাডি ট্যুরের যেকোনো পর্যায়ে, কোনো ধরনের দুর্ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
- কোনো শিক্ষার্থী অভিভাবক ছাড়া একা যেতে পারবে না।
- এই স্পটে কয়েকটি পুকুর রয়েছে। তাই অভিভাবকবৃন্দ অবশ্যই শিশুদের দিকে সতর্ক দৃষ্টি রাখবেন, যেন কেউ পানির কাছে না যায়।
- প্রতিটি বাসের জন্য আলাদাভাবে সিট প্ল্যান দেওয়া হবে। বাসের পিছন দিকে মহিলা ও মেয়ে শিক্ষার্থীরা বসবে। সামনের দিকে পুরুষ ও ছেলে শিক্ষার্থীরা বসবে।
- পর্দার বিষয়ে সতর্কতা:
- পুরুষ ও মহিলারা পর্দার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।
- মহিলারা পুরুষদের পাশে বা পুরুষরা মহিলাদের জন্য নির্ধারিত স্থানে যাবেন না।
- ৭ বছরের অধিক বয়সী ছেলে-মেয়েরাও অবশ্যই পর্দার এই বিধান মেনে চলবে।
- মহিলাদের জন্য নির্ধারিত স্থান, কাপড় দিয়ে ঘেরা থাকবে। তাই মাহরাম পুরুষ ও মহিলারা পরস্পরের সাথে কথা বলার জন্য পর্দা সরিয়ে কথা বলবেন না।
অনুরোধক্রমে,
অধ্যক্ষ
এস সি ডি (মোহাম্মদপুর)
বি. দ্র. শিক্ষা সফরে রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট পরিমান (ভাংতি) টাকা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।