শৈত্যপ্রবাহের কারণে পরিবর্তিত ক্লাস শিডিউল

চলমান শৈত্যপ্রবাহের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২৪ জানুয়ারি ২০২৪ (বুধবার) থেকে আগামী ৩১ জানুয়ারি ২০২৪ (বুধবার) পর্যন্ত নিম্নলিখিত শিডিউল অনুযায়ী স্কুলের সব ক্লাস অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ।

নার্সারি:

– সেকশন A, B: সকাল ১০:০০-১১:৩০

– সেকশন C, D: দুপুর ১২:০০-১:৩০

কেজি:

– সেকশন A, B: সকাল ১০:০০-১১:৩০

– সেকশন C, D: দুপুর ১২:০০-১:৩০

১ম-৮ম শ্রেণি:

– মর্নিং শিফট: সকাল ১০:০০ – ১২:২০ (শুধুমাত্র কুরআন ও আরবি ভাষা শিক্ষা ক্লাস)।

– ডে শিফট: দুপুর ১:০০ টায় যোহরের সলাত। এরপর ১:২০ -৩:৪০ পর্যন্ত (শুধুমাত্র কুরআন ও আরবি ভাষা শিক্ষা ক্লাস)

৯ম শ্রেণি:

* কুরআন ক্লাসের পরের ক্লাসগুলোর আলাদা রুটিন দেওয়া হবে।

১০ম শ্রেণি:

– আলাদা রুটিন দেওয়া হবে।

ক্লাস শেষে টিফিন দিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।

মা’আসসালামাহ,

অধ্যক্ষ

এস সি ডি (মোহাম্মদপুর শাখা)