শিক্ষা উপকরণ ব্যবহার সংক্রান্ত নোটিস (২০২৪ শিক্ষাবর্ষ)

আসসালামুআলাইকুম,

আপনারা সকলেই অবগত যে, এস. সি. ডি’তে শিক্ষা উপকরণ ব্যবহারের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের ফ্যান্সি বা দামি উপকরণ ব্যবহার করতে নিষেধ করে থাকি। কিন্তু প্রায় সময়ই দেখা যায় শিক্ষার্থীরা কার্টুন সম্বলিত ব্যাগ, দামী পেন্সিল, কলম, ইরেজার ইত্যাদি স্কুলে নিয়ে আসে, যা অন্য শিক্ষার্থীদের প্রভাবিত করে এবং অনেক ক্ষেত্রেই তা স্কুলের জন্য মনিটর করাও কষ্টসাধ্য। তাই আগামী ২০২৪ শিক্ষাবর্ষে নার্সারি থেকে ২য় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিম্নলিখিত শিক্ষা উপকরণ স্কুল থেকে ক্রয় করবে:

১) স্কুল ব্যাগ
২) পেন্সিল
৩) ইরেজার
৪) শার্পনার
৫) খাতা
৬) নোটবুক/ডায়েরি
৭) পানির বোতল
৮) টিফিন বক্স
৯) পেন্সিল বক্স

যেহেতু এস.সি.ডি স্কুল সম্পূর্ণভাবে একটি অলাভজনক প্রতিষ্ঠান, তাই উপরোক্ত শিক্ষা উপকরণ বিক্রয় করে কোনো ধরনের মুনাফা করার উদ্দেশ্য স্কুল কর্তৃপক্ষের নেই। বরং, উপরোক্ত শিক্ষা উপকরণসমূহ সুলভ মূল্যে (সম্ভব হলে বাজার দর থেকে কম মূল্যে) শিক্ষার্থীদের কাছে বিক্রয় করা হবে, ইন-শা-আল্লাহ।

একটি ভারসাম্যপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে অভিভাবক ও শিক্ষার্থী সকলের সহযোগিতা একান্ত কাম্য।

মা’আসসালামাহ,

অধ্যক্ষ
এস সি ডি

বি. দ্র. উপরোক্ত শিক্ষা উপকরণসমূহ স্কুলে এভেইলেভেল হলে অভিভাবকদের জানানো হবে ইন-শা-আল্লাহ।

২০২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়া সংক্রান্ত নোটিশ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।