স্মারক নং: SCD_20230724
ইনশা’আল্লাহ আগামী ২৬ অগাস্ট, ২০২৩ এস সি ডি মোহাম্মদপুর শাখায় বার্ষিক বিজ্ঞান মেলা ও আর্টস অ্যান্ড ক্রাফটস প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিজ্ঞান মেলা গ্রুপ ও মেন্টর
প্রভাতি শাখা (ছাত্রী) ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি – রোকসানা এবং কানিজ উস্তাজা ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি – রেজওয়ানা এবং মাওয়া উস্তাজা ৯ম ও ১০ম শ্রেণি – রুমি উস্তাজা | দিবা শাখা (ছাত্র) ৩য় ও ৪র্থ শ্রেণি – ওমর ফারুক এবং সাখাওাত উস্তাজ ৫ম ও ৬ষ্ঠ শ্রেণি – সাব্বির এবং শরিফুল উস্তাজ ৮ম ও ৯ম শ্রেণি – তাওহীদ উস্তাজ |
বিজ্ঞান মেলা (নির্দেশনা)
- বিজ্ঞান মেলার জন্য নির্ধারিত উস্তাজ/উস্তাজার সাথে বসে ছাত্র/ছাত্রীগণ গ্রুপ ও দলনেতা নির্ধারণ করবেন। উপযুক্ত মনে করলে প্রতি ক্লাসের জন্য নির্ধারিত উস্তাজ/উস্তাজা প্রস্তাবিত গ্রুপ মেম্বার অদল/বদল করে নতুন গ্রুপ নির্বাচন করে দিবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট উস্তাজ/উস্তাজার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। দল বাছাইয় ও জমা দানের শেষ তারিখ: ৩০ জুলাই ২০২৩।
- প্রত্যেক গ্রুপে সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ৩ জন সদস্য থাকতে পারবে।
- নিজ সেকশনের বাইরে বা অন্য শ্রেণির সাথে দল গঠন করা যাবে না।
- প্রত্যেক সদস্য প্রজেক্টের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
- প্রয়োজনীয় উপকরণ শিক্ষার্থীরা নিজ খরচে সংগ্রহ করবে এবং সার্বিক খরচাদি নিজেদের মধ্যে সমানভাবে বণ্টন করে নিবে।
- প্রজেক্টের কাজ নিজ নিজ বাসায় করবে।
- আর্ট পেপারে প্রজেক্টের নাম, ডায়াগ্রাম/বিবরণ/গুরুত্বপূর্ণ পয়েন্ট/উপকরণ ইত্যাদি সুন্দরভাবে এঁকে উপস্থাপন করতে হবে।
- প্রত্যেক দল তাদের নির্ধারিত উস্তাজ/উস্তাজার কাছে ২৩ আগস্ট, ২০২৩-এ (নিজ নিজ শিফট টাইমের মধ্যে) প্রজেক্ট এবং বিবরণী জমা দিবে।
- ২৬ অগাস্ট ২০২৩ (শনিবার) সকাল ৮:০০টায় স্কুলে উপস্থিত হতে হবে এবং প্রজেক্টটি প্রদর্শন করার জন্য প্রস্তুতি নিতে হবে। দলে অন্তর্ভুক্ত প্রত্যেক সদস্যের প্রজেক্ট সম্পর্কে সম্যক ধারনা রাখতে হবে।
- ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় নিয়ে প্রজেক্ট করা থেকে বিরত থাকতে হবে।
- বিজ্ঞানের যেকোনো আবিষ্কার বা উৎকর্ষ কিভাবে মানবজাতির জন্য উপকার বয়ে আনতে পারে বা উপকার বয়ে আনছে, সে বিষয়ক বেসিক মডেল বা ধারনা নিয়ে তৈরি প্রজেক্টকে অগ্রাধিকার দেওয়া হবে। ইউটিউব বা ইন্টারনেট থেকে হুবহু অনুকরণ করে তৈরিকৃত প্রজেক্ট অনুৎসাহিত করা হচ্ছে।
- প্রদর্শনী চলাকালীন বিচারকগণ উপস্থিত হয়ে প্রজেক্ট সম্পর্কে সদস্যদের প্রশ্ন করবেন এবং প্রদর্শনীর শেষে ফলাফল প্রকাশ করবেন, ইন-শা-আল্লাহ।
আর্টস অ্যান্ড ক্রাফটস গ্রুপ ও মেন্টর
ক – দল: নার্সারি – (রং করা) – উম্মু লুবাবা উস্তাজা
খ – দল: কেজি – (ছবি আঁকা) – উম্মু আরহাম উস্তাজা
গ – দল: ১ম, ২য় শ্রেণি (মেয়ে) – শাহরিন উস্তাজা
১ম, ২য় শ্রেণি (ছেলে) – আজমিরি উস্তাজা
ঘ – দল: ৩য়, ৪র্থ শ্রেণি (মেয়ে) – রাবেয়া উস্তাজা
৩য়, ৪র্থ শ্রেণি (ছেলে) – ওমর ফারুক উস্তাজ
ঙ – দল: ৫ম, ৬ষ্ঠ, ৭ম শ্রেণি (মেয়ে) – সোহেলি উস্তাজা
৫ম, ৭ম শ্রেণি (ছেলে) – শরিফুল উস্তাজ
চ – দল: ৮ম, ৯ম, ১০ম শ্রেণি (মেয়ে) – সাইদা উস্তাজা
৮ম, ১০ম শ্রেণি (ছেলে) – সাব্বির উস্তাজ
আর্টস অ্যান্ড ক্রাফটস (নির্দেশনা)
ক ও খ দলের জন্য নির্দেশনা
- ক ও খ দলের (নার্সারি ও কেজি শ্রেণি) শিক্ষার্থীরা কোনো প্রজেক্ট জমা দিবে না, ২৬ আগষ্ট, ২০২৩-এ শিক্ষার্থীরা উপস্থিত হয়ে শুধুমাত্র রং করবে (নার্সারি) ও ছবি আঁকবে (কেজি)।
- আয়োজনের সুবিধার্থে (নার্সারি ও কেজি শ্রেণি) আগ্রহী শিক্ষার্থীদের অভিভাবকগণ অফিসরুমে শিক্ষার্থীর নাম রেজিস্ট্রেশন করবেন (১০ আগস্ট, ২০২৩-এর মধ্যে)। সে অনুযায়ী প্রতিযোগিতার দিন সকল আয়োজন করা হবে।
- ১০ আগষ্ট, ২০২৩-এর মধ্যে নাম রেজিস্ট্রেশন না করলে প্রতিযোগিতার দিন নার্সারি ও কেজি শ্রেণির কোনো শিক্ষার্থীকে অংশগ্রহণ করতে দেওয়া সম্ভব হবে না।
- স্কুল থেকে নার্সারির শিক্ষার্থীদের আউটলাইন করা কিছু বস্তুর ছবি সম্বলিত একটি শিট দেওয়া হবে, যা তারা রং করবে।
- কেজির শিক্ষার্থীদের সাদা আর্ট পেপার দেওয়া হবে, যার উপর তারা প্রাকৃতিক দৃশ্য বা কোনো নির্জীব বস্তুর ছবি আঁকবে ও রং করবে।
- ক ও খ দলের প্রতিযোগিতা ২৬ আগস্ট, ২০২৩ সকাল ৯.০০ টায় অনুষ্ঠিত হবে। রঙ করা আর ছবি আঁকার উপকরণ (পেন্সিল, ইরেজার, রঙ পেনসিল/ক্রেয়ন ইত্যাদি) অংশগ্রহণকারী সাথে নিয়ে আসবে।
গ, ঘ, ঙ, চ দলের জন্য নির্দেশনা
- গ, ঘ, ঙ, চ দল থেকে অংশগ্রহণকারী একজন শিক্ষার্থী একটি প্রজেক্ট জমা দিবে।
- প্রজেক্টের সব কাজ নিজে করবে, অন্য কারো সাহায্য নিয়ে করা প্রজেক্ট গ্রহণ করা হবে না। অভিভাবকরা শুধুমাত্র আইডিয়া দিয়ে সাহায্য করতে পারেন। এ বিষয়ে অভিভাবকরা সন্তানদের ত্বাকওয়ার শিক্ষা দিবেন, ইন-শা-আল্লাহ।
- প্রজেক্টের কাজ শিক্ষার্থী বাসায় করবে ও নির্ধারিত মেন্টরকে (উস্তাজ/উস্তাজা) আপডেট জানাবে।
- ২৪ আগস্ট, ২০২৩ এ নির্ধারিত উস্তাজ/উস্তাজার (শিফট অনুযায়ী) ফাইনাল প্রজেক্ট জমা দিবে। প্রজেক্টের সাথে একটি “ডিক্লারেশন ফরম” জমা দিতে হবে যাতে উল্লেখ থাকবে যে অভিভাবকদের তরফ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী কতটুকু এবং কী ধরনের সাহায্য গ্রহণ করেছে। ফরমটি পূরণের ক্ষেত্রে নির্ধারিত উস্তায/উস্তাযাদের কাছ থেকে দিকনির্দেশনা নেয়া যাবে।
অধ্যক্ষ
এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)