আসসালামু আলাইকুম,
আগামী সপ্তাহে ক্লাসের নির্ধারিত সময়ে “নার্সারি শ্রেণির” লিখিত ক্লাস টেস্ট নেয়া হবে। সিলেবাস ক্লাসে দিয়ে দেওয়া হবে। ক্লাস টেস্টের যাবতীয় উপকরণ স্কুল থেকে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।
পরীক্ষার সময়সূচি:
১৬/০৭/২৩ – বাংলা
১৭/০৭/২৩ – কোরআন/আরবি
১৮/০৭/২৩ – ইংরেজি
২০/০৭/২৩ – গনিত
ক্লাস টেস্টের সিলেবাস:
বাংলা:
স্বরবর্ণ – ‘অ’ থেকে ‘ও’
ব্যঞ্জনবর্ণ – ‘ক’ থেকে ‘ঞ’
আরবি:
১। খালিঘরে আরবি হরফ লেখা
২। ডানে/বামে হরফ মিল করা
৩। এক জাতীয় হরফে গোল দাগ দেওয়া
৪। ছবির সাথে হরফ মিল করা
৫। আরবিতে সংখ্যা লেখা
ইংরেজি:
Capital letter – ‘A’ to ‘M’
Small letter – ‘a’ to ‘m’
গনিত:
সংখ্যায় লেখা – ‘১’ থেকে ‘২৫’
Letter writing – ‘1’ to ’25’
মা’আসসালামাহ
এস সি ডি এডমিন