স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট
পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের জন্য নির্দেশনাবলী
(অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২২)
১। পরীক্ষা শুরুর হওয়ার ২০ মিনিট পূর্বে পরীক্ষার্থীরা স্কুলে উপস্থিত থাকবে। অনিবার্য কারণবশত কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পর স্কুলে উপস্থিত হলে অফিসে তার নাম, শ্রেণি, প্রবেশের সময় এবং বিলম্বের কারণ উল্লেখ করতে হবে।
২। প্রবেশপত্র এবং আই.ডি. কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করবে না। যারা প্রবেশপত্র সংগ্রহ করেনি, তারা অফিসে যোগাযোগ করে অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ করবেন।
৩। পরীক্ষার হলে প্রবেশপত্র, কলম, পেন্সিল, রাবার, কাটার, জ্যামিতি বক্স, সাধারণ ক্যালকুলেটর এবং প্রয়োজনীয় জিনিসপত্র সাথে করে নিয়ে আসতে হবে। অন্য শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষা উপকরণ নিয়ে ব্যবহার করা যাবে না। অনিবার্য কারনবশত কিছুর প্রয়োজন হলে পরীক্ষা হলে উপস্থিত উস্তাজ/উস্তাজাকে জানাতে হবে।
৪। কেজি – ৩য় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পরীক্ষায় পেন্সিল ব্যবহার করবে। বলপেন/কলম ব্যবহার করা যাবে না। ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা বলপেন/কলম ব্যবহার করবে।
৫। অতিরিক্ত কাগজ (লুজ শিট)-এর প্রয়োজন হলে পরীক্ষার হলে উপস্থিত উস্তাজ/উস্তাজার কাছে তা চাইতে হবে। অতিরিক্ত কাগজের উপর অবশ্যই পরীক্ষার্থীর নাম ও শ্রেণি উল্লেখ করতে হবে।
৬। পরীক্ষার হলে কোনো ধরণের বই-খাতা, সাইন্টিফিক ক্যালকুলেটর (৯ম/১০ম শ্রেণি ব্যাতীত) বা অন্য যেকোনো ইলেক্ট্রনিক ডিভাইস আনা থেকে বিরত থাকতে হবে।
৭। কোনো শিক্ষার্থী দেরী করে পরীক্ষার হলে প্রবেশ করলে তাকে নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় দেওয়া হবে না।
৮। পরীক্ষা শুরু হওয়ার প্রথম ১ ঘন্টার মধ্যে কোনো শিক্ষার্থী টয়লেটে বা পানি পান করা থেকে বিরত থাকবে। বিশেষ প্রয়োজন বা অসুস্থ থাকলে পরীক্ষার হলে উপস্থিত উস্তাজ/উস্তাজাকে জানাতে হবে।
৯। মর্নিং শিফটের (মেয়ে) পরীক্ষা শেষে টিফিন গ্রহণ করে দুপুর ১২:২০ মিনিটের মধ্যে বিদ্যালয় প্রাঙ্গন ত্যাগ করবে।
১০। ডে শিফটের পরীক্ষার পূর্বে দুপুর ১২:৩০-এ যোহর-এর জামাত আদায় করা হবে। স্কুল চলাকালীন যেসব শিক্ষার্থী ৭ তলায় সলাত পড়তেন তারা ৭ তলায় এবং যারা নীচতলায় সলাত আদায় করতেন তারা নীচ তলায় যথারীতি সলাত আদায় করবেন।
১১। পরীক্ষার হলে যেকোনো ধরনের অসদুপায় অবলম্বন করা থেকে বিরত থাকতে হবে। এ ব্যাপারে সকল শিক্ষার্থী আল্লাহকে ভয় করবেন এবং মনে রাখবেন তিনি সবকিছু দেখেন। শিক্ষার্থীরা পরীক্ষার সময় সর্বোচ্চ তাকওয়ার পরিচয় দিবেন বলে আমরা আশা করি।
১২। প্রতিটি শিক্ষার্থী অবশ্যই পরিপূর্ণভাবে স্কুল ইউনিফর্ম পরে স্কুলে আসবেন।
১৩। পরীক্ষা চলাকালীন স্কুল মাঠ সম্পূর্ণ বন্ধ থাকবে (১২ জুন – ২৭ জুন ২০২২ পর্যন্ত)।
অধ্যক্ষ
এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)