১২ সেপ্টেম্বর ২০২১ থেকে স্কুল খোলা সংক্রান্ত নির্দেশনা (শিক্ষার্থীদের জন্য)

আসসালামু আলাইকুম, সকল প্রশংসা আল্লাহর জন্য। সালাত ও সালাম রাসুলের (ﷺ) উপর।

বর্তমানে কোভিড-১৯ সংক্রমণ কিছুটা কমতে শুরু করায় বাংলাদেশ সরকার প্রাথমিক পর্যায়ে প্রাক-প্রাথমিক ক্লাসসমূহ ব্যতীত ১ম থেকে ১০ম ও এস.এস.সি শিক্ষার্থীদের জন্য সাধারণ শিক্ষা পুনরায় শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এরই ধারাবাহিকতায় এস.সি.ডি স্কুল সরকারী সকল দিক-নির্দেশনা মেনে আগামী ১২/০৯/২১ (রবিবার) থেকে মোহাম্মদপুর ক্যাম্পাসের ক্লাস শুরু করতে যাচ্ছে, ইনশাআল্লাহ।

সর্বোচ্চ স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কিছু দিক-নির্দেশনার আলোকে এস.সি.ডি স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য কিছু দিক-নির্দেশনা প্রনয়ন করেছে। 

আমরা আশা করি সকল শিক্ষার্থীরা নিন্মোক্ত নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে স্কুল কার্যক্রম পুনরায় শুরু করতে সহযোগিতা করবেন।

নির্দেশনাসমূহ:

১) শিক্ষার্থীরা অবশ্যই মাস্ক (সম্ভব হলে কাপড়ের) পরিধান করে স্কুল প্রাঙ্গণে প্রবেশ করবেন। আধোয়া/অপরিস্কার মাস্ক পরিধান করা থেকে বিরত থাকতে হবে।

২) স্কুলে প্রবেশের পর নিচ তলায় নির্ধারিত স্থানে সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ক্লাস রুমে প্রবেশ করবেন।

৩) সকল শিক্ষার্থী অবশ্যই অতিরিক্ত ৩টি মাস্ক নিজের সাথে রাখবে।

৪) প্রত্যেক শিক্ষার্থী অবশ্যই নিজ নিজ পানির বোতল, ফ্লাস্ক ইত্যাদি সাথে করে নিয়ে আসবে। একজনের পানির বোতল অন্যজন ব্যবহার করবে না। পানির প্রয়োজন হলে স্কুলের ফিল্টার থেকে রিফিল করে নিবে।

৫) সাথে করে কোনো ধরনের খাবার নিয়ে আসবেন না।

৬) সার্বক্ষণিক মাস্ক পরিধান করে থাকবেন।

৭) ক্লাসে স্কুল কর্তৃক নির্ধারিত দূরত্ব বজায় রেখে বসবেন।

৮) স্কুলে প্রবেশের পর প্রত্যেক শিক্ষার্থী কিছুটা দুরত্ব বজায় রাখবেন। একে অপরের সংস্পর্শ এড়িয়ে চলবেন।

৯) রুটিন অনুযায়ী বই, খাতা, ডায়েরী, কলম ও পেন্সিল সহ প্রয়োজনীয় সব কিছু সাথে নিয়ে আসবেন। একে অপরের শিক্ষা উপকরণ ব্যবহার বা আদান-প্রদান করবেন না।

১০) ক্লাস শেষে / ক্লাসরুমে / স্কুলের নিচতলায় বসে গল্প করা বা খেলাধুলা করা যাবে না।

১১) খেলার মাঠ সম্পূর্ণ বন্ধ থাকবে।

১২) ক্লাস চলাকালীন কেউ অসুস্থ অনুভব করলে সাথে সাথে অফিসে উপস্থিত প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তদের জানাতে হবে।

১৩) বাসায় ফিরে গিয়ে নিয়ম অনুযায়ী প্রত্যেকে নিজের হাতমুখ, পরিধেয় বস্ত্র ও মাস্ক ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে পরিস্কার করে নিবেন।

১৪) সকলে সাবধান থেকে নিজেকে, পরিবারের আপনজন ও অন্যকে সুস্থ রাখার চেষ্টা করবেন।

অনুরোধক্রমে,

অধ্যক্ষ

স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট