অর্ধ-বার্ষিক মূল্যায়ন পরীক্ষার রুটিন

স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট

অর্ধ-বার্ষিক মূল্যায়ন পরীক্ষার রুটিন (মোহাম্মদপুর শাখা)

(২য় শ্রেণি – ১০ শ্রেণি)

পরীক্ষা শুরুর সময়: সকাল ৯:০০

নার্সারি, কেজি ও প্রথম শ্রেণির মূল্যায়ন পরীক্ষার রুটিন

নার্সারি, কেজি ও প্রথম শ্রেণির প্রশ্ন ও উত্তরপত্র আগামী ২৬ জুন, ২০২১-এর মধ্যে স্কুল থেকে সংগ্রহ করতে হবে। নার্সারি, কেজি ও প্রথম শ্রেণির মূল্যায়ন পরীক্ষার জন্য কোনো নির্ধারিত রুটিন থাকছে না। অভিভাবকবৃন্দ তাদের সুবিধামত সময়ে ২৭ জুন, ২০২১ থেকে ৮ জুলাই, ২০২১-এর মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায়, বাসায় নার্সারি, কেজি ও প্রথম শ্রেণি শিক্ষার্থীদের মূ্ল্যায়ন পরীক্ষার আয়োজন করবেন। পরবর্তিতে, ১১ জুলাই, ২০২১-এর মধ্যে লিখিত মূল্যায়ন পরীক্ষার খাতাসমূহ স্কুলে একটি খামে ভরে জমা দিয়ে যাবেন, ইন-শা-আল্লাহ।

কেজি মৌখিক পরীক্ষার রুটিন

নিম্নে উল্লেখিত দিনগুলোতে উস্তাজ/উস্তাজারা সকাল ৮:০০ থেকে ১২:০০ এর মধ্যে হোয়াটসএ্যাপ/মোবাইল-এ কল করবেন ইন-শা-আল্লাহ।

মর্নিং শিফট:

  • 5.07.21 – Quran
  • 6.07.21 – Bangla 
  • 7.07.21 – Math
  • 8.07.21 – English

ডে শিফট:

  • 7.07.21 – English
  • 8.07.21 – Bangla
  • 9.07.21 – Math
  • 10.07.21 – Quran