কায়দা, আম্মা পারা, কুরআন ক্লাস লিংক

আসসালামুআলাইকুম,

সম্মানীত অভিভাবকবৃন্দ। আপনারা নিশ্চই অবগত যে আমাদের স্কুলের শিক্ষার্থীরা স্কুলে কুরআন ক্লাসে কায়দা, আম্মা পারা ও কুরআন সহীহ-শুদ্ধভাবে তিলাওয়াত শিখে থাকে। কিন্তু পারদর্শিতার তারতম্যের কারনে আমরা ক্লাসগুলোকে ক্লাসের ভিত্তিতে ভাগ না করে শিক্ষার্থীদের যোগ্যতার উপর ভিত্তি করে নির্ধারন করি। তাই দেখা যায় হয়ত ৪র্থ শ্রেণিতে ভর্তি হওয়া একজন নতুন শিক্ষার্থী ১ম শ্রেণির শিক্ষার্থীদের সাথে কায়দা ক্লাস করছে। আবার ২য় শ্রেণির একজন শিক্ষার্থী যে আম্মা পাড়া পড়ার যোগ্যতা রাখে, সে ৪র্থ শ্রেণির একজন শিক্ষার্থীর সাথে আম্মা পারা পড়ছে।

অর্থাৎ, কুরআন ক্লাস আমরা স্কুলের অন্যান্য বিষয়ের মত শ্রেণির ভিত্তিতে ভাগ না করে যোগ্যতার বিচারে ভাগ করেছি।

নিচে শিফট অনুযায়ী কোন ওস্তাজ/ওস্তাজার কাছে কোন কোন শিক্ষার্থী ক্লাস করবে, ক্লাস লিঙ্ক ইত্যাদির একটি লিস্ট প্রদান করা হল।

https://docs.google.com/document/d/1Oqdj6ibVFcp_XPT9dxZqwqg1gvk-QGDbdfRR96B_VlU/edit?usp=sharing

বি.দ্র.: যারা ফুল-টাইম হিফজ করছে (নাজেরা বা হিফজ), তাদের জন্য এই কুরআন ক্লাস প্রযোজ্য নয়। শুধুমাত্র পার্ট-টাইম হিফজ-এর শিক্ষার্থীরা এই ক্লাস করবে ইন-শা-আল্লাহ।