১২ সেপ্টেম্বর ২০২১: স্কুল খোলা সংক্রান্ত নির্দেশনা

আসসালামুআলাইকুম,

বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত দিকনির্দেশনা অনুযায়ী স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট আগামী ১২ সেপ্টেম্বর ২০২১ থেকে স্কুল প্রাঙ্গনে ক্লাস শুরু করতে যাচ্ছে ইন-শা-আল্লাহ। যেহেতু প্রতিদিন সর্বোচ্চ ২টি করে অন-ক্যাম্পাস ক্লাস করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তাই ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম শ্রেণির শিক্ষার্থীরা রুটিন অনুযায়ী সপ্তাতে ১দিন অন-ক্যাম্পাস ক্লাস করবে এবং বাকি ৪দিন পূর্বের অনলাইন রুটিন অনুযায়ী বাসা থেকে অনলাইনে ক্লাস করবে। নার্সারি ও কেজি শ্রেণির ক্লাস পূর্বের রুটিন অনুযায়ী সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হবে।

৫ম, ১০ম ও এস.এস.সি পরীক্ষার্থীরা রবিবার থেকে বৃহস্পতিবার (প্রতিদিন) স্কুলে আসবে এবং দৈনিক ২টি করে ক্লাসে অংশগ্রহণ করবে। ৫ম, ১০ম ও এস.এস.সি পরীক্ষার্থীদের আর কোনো অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে না।

শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য সরকারি দিকনির্দেশনার আলোকে কিছু নির্দেশনা প্রদান করা হলো। সকলকে এই নির্দেশনাগুলো মেনে চলতে বিনীত অনুরোধ করা হচ্ছে।

শিক্ষার্থীদের জন্য: https://scdbd.org/12-sept-21-stdnt/
অভিভাবকদের জন্য: https://scdbd.org/12-sept-21-grdn/

উপরোক্ত সকল নির্দেশনাবলী ৯ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত প্রকাশিত সরকারি দিকনির্দেশনার উপর ভিত্তি করে করা হয়েছে। পরবর্তিতে পরিস্থিতি এবং সরকারি নির্দেশনা অনুযায়ী নতুন দিকনির্দেশনা দেওয়া হবে ইন-শা-আল্লাহ।

বি.দ্র.: পরবর্তি নির্দেশনার পূর্ব পর্যন্ত হিফজ ও নাজেরার সকল ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।

১১/৯/২০২১ (শনিবার)-এর মধ্যে অনলাইন ও অন-ক্যাম্পাস ক্লাস রুটিন লিংক এস.এম.এস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইন-শা-আল্লাহ

মা আসসালামাহ,

অধ্যক্ষ,

এস.সি.ডি