১২ সেপ্টেম্বর ২০২১: স্কুল খোলা সংক্রান্ত নির্দেশনা (অভিভাবকদের জন্য)

আসসালামু আলাইকুম, সকল প্রশংসা আল্লাহর জন্য। সালাত ও সালাম রাসুলের (ﷺ) উপর।

বর্তমানে কোভিড-১৯ সংক্রমণ কিছুটা কমতে শুরু করায় বাংলাদেশ সরকার প্রাথমিক পর্যায়ে প্রাক-প্রাথমিক ক্লাসসমূহ ব্যতীত ১ম থেকে ১০ম ও এস.এস.সি শিক্ষার্থীদের জন্য সাধারণ শিক্ষা পুনরায় শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এরই ধারাবাহিকতায় এস.সি.ডি স্কুল সরকারী সকল দিক-নির্দেশনা মেনে আগামী ১২/০৯/২১ (রবিবার) থেকে মোহাম্মদপুর ক্যাম্পাসের ক্লাস শুরু করতে যাচ্ছে, ইনশাআল্লাহ।

সর্বোচ্চ স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কিছু দিক-নির্দেশনার আলোকে এস.সি.ডি স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের জন্য কিছু দিক-নির্দেশনা প্রনয়ন করেছে। 

আমরা আশা করি সকল অভিভাবক নিন্মোক্ত নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে স্কুল কার্যক্রম পুনরায় শুরু করতে সহযোগিতা করবেন।

নির্দেশনাসমূহ:

১) প্রতিটি শিক্ষার্থী এবং অভিভাবক অবশ্যই মাস্ক (সম্ভব হলে কাপড়ের) পরিধান করে স্কুল প্রাঙ্গণে প্রবেশ করবেন এবং স্কুলে থাকাকালীন অবস্থায় সার্বক্ষনিকভাবে মাস্ক পরিধান করে থাকবেন। প্রত্যেক শিক্ষার্থীর কাছে যেন অবশ্যই অতিরিক্ত ৩টি মাস্ক থাকে তা নিশ্চিত করবেন।

২) যেহেতু দীর্ঘ প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর স্কুল পুনরায় খুলছে, তাই অধিকাংশ শিক্ষার্থীর ইউনিফর্ম হয়ত এখন আর ব্যবহার উপযোগী নেই। এমতাবস্থায়, সকল শিক্ষার্থী অবশ্যই স্কুলের ড্রেসকোড মেনে চলবে। যেমন: ছেলে শিক্ষার্থীরা সাদা বা হালকা রং-এর জোব্বা বা পাঞ্জাবী পড়বে, সাথে কালো সু/জুতা এবং মেয়ে শিক্ষার্থীরা (১ম – ৪র্থ শ্রেণি পর্যন্ত) সাদা বা অন্য যেকোনো হালকা রংয়ের ফ্রক, পাজামা ও হিজাব পরিধান করবে, সাথে কালো সু/জুতা। ৫ম-১০ম এবং এস.এস.সি পরীক্ষার্থীরা (মেয়ে) পূর্বের মত যথাযথ পর্দা করবে।

৩) যেহেতু সামাজিক দূরত্ব বজায় রেখে অভিভাবকদের জন্য  অপেক্ষাগারের ব্যবস্থা করা আমাদের পক্ষে সম্ভবপর হচ্ছে না, তাই অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা শিক্ষার্থীদের স্কুলে পৌছে দেওয়ার পর যত দ্রুত সম্ভব স্কুল প্রাঙ্গন ত্যাগ করবেন। স্কুল অফিসে জরুরী কোনো কাজ থাকলে তা যত দ্রুত সম্ভব শেষ করবেন।

৪) যেহেতু প্রথমদিকে প্রতিদিন মাত্র ২টি করে ক্লাস অনুষ্ঠিত হবে, তাই শিক্ষার্থীদের সাথে কোনোধরনের খাবার দিবেন না।

৫) কোন শিক্ষার্থীর জ্বর, হাঁচি, কাশি ইত্যাদি লক্ষণ থাকলে শিক্ষার্থীদের স্কুলে পাঠানো থেকে বিরত থাকবেন।

৬) শিক্ষার্থীরা যেন রুটিন অনুযায়ী বই, খাতাসহ প্রয়োজনীয় সব কিছু নিয়ে স্কুলে আসে সেদিকে অভিভাবকবৃন্দ খেয়াল রাখবেন।

৭) স্কুলে থাকাকালীন অবস্থায় আমাদের সন্তানরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, এ বিষয়ে নসিহা করবেন। কারন, ছোট শিশুদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম হলেও, তাদের মাধ্যমে বাসার অন্যান্য সদস্যদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকে যায়।

৮) যেহেতু দীর্ঘদিন পর স্কুল খুলছে এবং আমরা একইসাথে অনলাইন ও অফলাইনে ক্লাস পরিচালিত হবে, এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে যেকোনো ত্রুটি/বিচ্যুতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই নতুন পরিস্থিতির সাথে দ্রুত মানিয়ে নেওয়ার জন্য আপনাদের সবার দু’আ ও সহযোগীতার হাত প্রসারিত করবেন বলে আমরা আশা করি।

অনুরোধক্রমে,

অধ্যক্ষ

স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট