তীব্র গরম এবং লোডশেডিং-এর কারনে স্কুল ছুটির নোটিস

আসসালামুআলাইকুম,

তীব্র গরম এবং লোডশেডিং-এর কারনে আগামী ৫/৬/২৩ থেকে অর্ধ-বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত ‘কেজি-১০ম’ শ্রেণির (কুরআন ও আরবিসহ) সবধরনের ক্লাস বন্ধ থাকবে, ইন-শা-আল্লাহ। অর্ধ-বার্ষিক পরীক্ষা পূর্ব প্রকাশিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ।

নার্সারির ক্লাসসমূহ ৫/৬/২৩ থেকে ১০/৬/২৩ পর্যন্ত বন্ধ থাকবে।

অভিভাবকরা যেকোনো একাডেমিক প্রয়োজনে আগামীকাল (৫ জুন ২০২৩) সকাল ৯:০০-১১:০০টার মধ্যে স্কুলের উস্তাজ/উস্তাজাদের (মর্নিং ও ডে শিফট) সাথে দেখা করতে পারবেন, ইন-শা-আল্লাহ।

অধ্যক্ষ

এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)