আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
প্রিয় অভিভাবকবৃন্দ,
আপনারা অবগত আছেন যে, আমাদের স্কুলে নার্সারি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য স্কুল নির্ধারিত ইউনিফর্ম এবং নার্সারি-৫ম শ্রেণি পর্যন্ত স্কুল নির্ধারিত ব্যাগ, পানির বোতল, টিফিন বক্স ইত্যাদি শিক্ষা উপকরণ ব্যবহার করা বাধ্যতামূলক। এগুলো শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সহায়ক।
তবে সাম্প্রতিক সময়ে কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে এ বিষয়ে অনিয়ম লক্ষ্য করা যাচ্ছে। তাই অনুরোধ করা যাচ্ছে যে, আগামী ১৪/৯/২০২৫ (রবিবার) থেকে প্রত্যেক শিক্ষার্থীকে স্কুল নির্ধারিত ইউনিফর্ম ও শিক্ষা উপকরণসহ বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। কারো ইউনিফর্ম বা উপকরণ নষ্ট হয়ে গেলে বা পুরোনো হয়ে গেলে উক্ত তারিখের মধ্যে নতুন করে ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না।
এছাড়া, যেসব ছাত্রী ইউনিফর্মের উপর বোরখা ব্যবহার করে থাকে, তাদেরও স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে, বোরখা পরিধান করলেও স্কুল নির্ধারিত ইউনিফর্ম সঠিকভাবে পরিধান করা অপরিহার্য।
আপনাদের সহযোগিতা ও আন্তরিক সমর্থনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে চাই, ইন-শা-আল্লাহ।
মা’আসসালামাহ,
অধ্যক্ষ
এস সি ডি (মোহাম্মদপুর শাখা)