নির্ধারিত সময়ে স্কুল ফি পরিশোধ সংক্রান্ত নোটিশ

আসসালামুআলাইকুম।

সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা অবগত আছেন যে, এস.সি.ডি একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০০৮ সালে যাত্রা শুরু করে। গত ১৬ বছরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও, আল্লাহর অশেষ রহমত ও আপনাদের আন্তরিক সহযোগিতায় এখনো এর কার্যক্রম অব্যাহত রয়েছে।

তবে দুঃখজনকভাবে, ফেব্রুয়ারি ২০২৫ মাসের স্কুল ফি পরিশোধের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও ৪৫.২১% ফি বকেয়া রয়েছে। আমাদের স্কুলের পরিচালন ব্যয় নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে আমরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এত পরিমাণ বকেয়া থাকার কারণে সময়মতো এই দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ছে, যা স্কুলের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে একটি বড় বাধা।

একজন সচেতন মুসলিম হিসেবে আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, দয়া করে স্কুল ফি পরিশোধে সর্বোচ্চ গুরুত্ব দিন এবং প্রতি মাসের ৮ তারিখের মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করুন, ইন-শা-আল্লাহ।

মা’আসসালামাহ,
অধ্যক্ষ
এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)