নার্সারি শ্রেণির শিফট নির্ধারণ

নার্সারি শ্রেণির শিফট নির্ধারণ

(২০২৫ শিক্ষাবর্ষ)

নার্সারি শ্রেণির ক্লাস ২টি শিফট-এ অনুষ্ঠিত হয়।

•⁠ ⁠মর্নিং শিফট: সকাল ৯:০০ – সকাল ১১:০০টা
•⁠ ⁠ডে শিফট: সকাল ১১:৩০ – দুপুর ১:৩০

যারা কোনো নির্দিষ্ট শিফট-এ শিক্ষার্থীদের দিতে ইচ্ছুক, তারা ভর্তির সময় আপনার পছন্দের শিফট-এর বিষয়টি অফিসে জানাবেন। এরপর আমরা ‘First-come-first-served’ ভিত্তিতে শিক্ষার্থীদের শিফট নির্ধারণ করবো, ইন-শা-আল্লাহ।