নতুন কারিকুলাম সংক্রান্ত সেশন

আসসালামুআলাইকুম,

আপনারা সকলেই অবগত যে ২০২৩ সাল থেকে বাংলাদেশ সরকার দেশব্যাপী ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে এবং ২০২৪ সাল থেকে ৮ম ও ৯ম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু করেছে। উক্ত কারিকুলাম যেহেতু আমাদের দেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন, তাই এ বিষয়ে আমাদের স্কুলের অভিভাবক অনেকেই এর বাস্তবতা নিয়ে পরিস্কার ধারনা পাচ্ছেন না এবং অনেক ক্ষেত্রেই বিভ্রান্ত হচ্ছেন।

এরই পরিপ্রেক্ষিতে, নতুন কারিকুলাম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৪ (শনিবার), সকাল ১০:০০টায়, এস. সি. ডি মোহাম্মদপুর শাখায় স্কুলের ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির অভিভাবকদের জন্য একটি সেশন আয়োজন করা হয়েছে।

স্থান:
পুরুষ: ৭ম তলা (লিফট-এর ৬)
মহিলা: ৫ম তলা (লিফট-এর ৪)

উক্ত সেশনে বক্তব্য রাখবেন:

মোহাম্মদ এমদাদুল হক
শিক্ষক
ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, সিলেট
শিক্ষক প্রশিক্ষক
নতুন কারিকুলাম বিস্তরণ প্রোগ্রাম

মো. এনামুল হক
কনভেনার, এস.সি.ডি ম্যানেজিং কমিটি।

মো. রিজভী রহমান
অধ্যক্ষ
এস. সি. ডি মোহাম্মদপুর শাখা

৬ষ্ঠ-৯ম শ্রেণির সকল অভিভাবককে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

মা’আসসালামাহ,

অধ্যক্ষ
এস. সি. ডি
(মোহাম্মদপুর শাখা)