আসসালামু আলাইকুম,
আগামী ১৩ নভেম্বর মাদ্রাসার শিক্ষার্থীদের এরাবিক পরীক্ষা (লিখিত ও মৌখিক) দুপুর ১:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, ইন শা আল্লাহ্।
পরীক্ষার ধরণ, নম্বর বণ্টন ও সিলেবাস:
- লিখিত: ৮০ নম্বর (আল আরাবিইয়্যাতু বাইনা ইয়াদাইক – ১ম খন্ড; ইউনিট ১ ও ইউনিট ২)
- মৌখিক: ১০ নম্বর (আল আরাবিইয়্যাতু বাইনা ইয়াদাইক – ১ম খন্ড; ইউনিট ১ ও ইউনিট ২)
উল্লেখ্য, মৌখিক পরীক্ষায় কথোপকথন, অনুবাদ, শব্দার্থ ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন করা হতে পারে।
মা’আসসালামাহ,
এসসিডি এডমিন