আই.ডি. কার্ডের “অভিভাবক কপি’ প্রদর্শন

আসসালামুআলাইকুম,

আগামীকাল (১৮ জানুয়ারি ২০২৪) থেকে কোনো শিক্ষার্থীকে আই.ডি. কার্ডের “অভিভাবক কপি’ প্রদর্শন ছাড়া স্কুল গেট থেকে বের হতে দেওয়া হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল অভিভাবকদের সহযোগীতা কামনা করছি।

যারা এখনও আই.ডি. কার্ডের “অভিভাবক কপি’ বুঝে পাননি, তারা আগামীকাল স্কুল অফিসে যোগাযোগ করবেন, ইন-শা-আল্লাহ।

অনুরোধক্রমে,

অধ্যক্ষ
এস সি ডি (মোহাম্মদপুর শাখা)