আসসালামুআলাইকুম,
রমাদান এর মধ্যে হিফজ বিভাগের শিক্ষার্থীদের প্রতি বাসায় পড়ার কিছু দিক নির্দেশনা:
১) হিফজ বিভাগ: প্রতিদিন পেছনের মুখস্ত পড়া (অর্ধেক পারা করে) রিভিশন দিবে এবং ১ পারা রিডিং পড়বে।
২) নাজেরা বিভাগ: প্রতিদিন ১০ পৃষ্ঠা করে পুরাতন পড়া রিডিং পড়বে।
৩) আরবি: ক্লাসে যা পড়ানো হয়েছে তা রিভিশন দিবে।
অভিভাবকদের উপরোক্ত বিষয় নিশ্চিত করে দৈনিক তদারকিপত্রের একটি নমুনা তৈরি করে তাতে স্বাক্ষর করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উস্তাদ আব্দুল মাতিন
বিভাগীয় প্রধান,
হিফজ বিভাগ, এস.সি.ডি