হিফজ বিভাগ-এ বাহিরের খাবার আনা সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

হিফজ বিভাগের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সকালের নাস্তা বা দুপুরের খাবার বাসা থেকে নিয়ে আসার সময় নিম্নোক্ত বিষয়ের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে:

১) কোন অবস্থাতেই ফাস্ট ফুড/জাঙ্ক ফুড স্কুলে আনা যাবে না। যেমন: চিপস, চকলেট, আইসক্রিম ইত্যাদি।

২) যে সব খাবার আনা যাবে:

ক. ভাত জাতীয় খাবার যেমন: ভাত, পোলাও, ফ্রাইড রাইস (বাসায় তৈরি)।

খ. নুডুলস (বাসায় তৈরি)

গ. রুটি, সব্জি ইত্যাদি (বাসায় তৈরি)।

শিক্ষার্থীরা কোন অবস্থাতেই ফাস্ট ফুড শপ থেকে কেনা অথবা মোড়কজাত কোন প্রসেসড খাবার স্কুলে প্রবেশ করাবে না। সবাইকে বাসায় তৈরি খাবার নিয়ে আসার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হচ্ছে।

এর ব্যত্যয় ঘটলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্সিপাল

এস.সি.ডি