Notice

স্কুলের সামনে গাড়ি পার্কিং ও পিক-আপ/ড্রপ সংক্রান্ত নোটিস

আসসালামুআলাইকুম,

আপনারা সবাই অবগত যে এস.সি.ডি মোহাম্মদপুর শাখাটি শেখেরটেক ১২ নাম্বার রোড-এর একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। যেহেতু স্কুলের সামনের রাস্তাটি কিছুটা সরু, ফলে স্কুল শুরু বা ছুটির সময় প্রাইভেট গাড়ির কারণে স্কুলের সামনে যানযট সৃষ্টি হয়। এতে করে এলাকাবাসীর যাতায়াতে সমস্যা তৈরি হয়।

তাই যারা প্রাইভেট গাড়ি দিয়ে স্কুলে যাতায়াত করেন তাদের কাছে বিনীত অনুরোধ এই যে, আপনাদের প্রাইভেট গাড়ি শেখেরটেক ১২ নাম্বার রাস্তার চওড়া স্থানে (লিনা জেনারেল স্টোর-এর পূর্ব দিকের অংশে) পার্ক করবেন এবং শিক্ষার্থীরা সেখান থেকে হেটে স্কুলে আসবে। একইভাবে স্কুল থেকে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময়ও উক্ত চওড়া রোডটিতে গাড়ি পার্ক করবেন এবং শিক্ষার্থীরা স্কুল গেট থেকে হেটে গিয়ে গাড়িতে উঠবে, ইন-শা-আল্লাহ। অর্থাৎ, স্কুলের সামনে এসে শিক্ষার্থীদের গাড়ি থেকে নামানো বা স্কুলের সামনে থেকে শিক্ষার্থীদের গাড়িতে ওঠানো থেকে দয়া করে বিরত থাকতে হবে, ইন-শা-আল্লাহ।

এছাড়া স্কুলের সামনে যেকোনো প্রকার গাড়ি বা বাইক পার্ক করা থেকেও বিরত থাকবেন ইন-শা-আল্লাহ। আমাদের কারনে স্কুলের আশে-পাশের প্রতিবেশিদের যাতে করে কোনোধরনের কষ্ট না হয়, সেজন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।

মা আসসালামাহ,

এস.সি.ডি এ্যাডমিন

ব্যাংক ডিপোজিট সংক্রান্ত নোটিস

এস.সি.ডি ব্যাংক অ্যাকাউন্ট-এ ফেব্রুয়ারী ২০২২ মাসে কিছু ফি ডিপোজিট হয়েছে, যার কোন প্রকার রেফারেন্স ই-মেইল-এর মাধ্যমে স্কুল অফিসে জানানো হয় নাই।

ব্যাংকে টাকা ডিপোজিটের বিবরণ

Trans DatePost DateParticularsDeposited BrInstrument no Actual Deposit
07/02/2207/02/22CBS:Inter Bank Fund Transfer, From:TrustBank>  Dhaka BD, Terminal ID:TBLIBFT, Trace:180978, throw NPSBRRN:MFSD,ICTW,HO7,500 TK.
08/02/2208/02/22CBS:Inter Bank Fund Transfer, From:BRBL ONLINE BANKING>   BRBL BD, Terminal ID:00600009, Trace:831590, throw NPSBRRN:MFSD,ICTW,HO2,500 TK.
23/02/22
23/02/22
CBS:Inter Bank Fund Transfer, From:NPS ONLINE BANKING TRNSFR>FRGULSHAN DHBD, Terminal ID:02150009, Trace:131295, throw NPSBRRN:MFSD,ICTW,HO6,000 TK.

যারা উপরোক্ত ডিপোজিট করেছেন, তাদেরকে উপরোক্ত ফি ডিপোজিটের বিস্তারিত কারন (এ্যাডমিশন ফি/সেশন ফি/মাসিক বেতন) উপযুক্ত রেফারেন্সসহ অফিসে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

মা আসসালামাহ, 

এস.সি.ডি এ্যাডমিন

স্কুলের অনলাইন ও অন-ক্যাম্পাস ক্লাস

আসসালামু আলাইকুম,

এস.সি.ডি স্কুলের অভিভাবকগণ নিশ্চয় অবগত আছেন যে, স্কুলের ১ম থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের আল-কুরআন ও আরবি ভাষা শিক্ষা ক্লাসগুলো সমন্বিতভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ, এই ক্লাসগুলো শ্রেণী বা বয়সের ভিত্তিতে ভাগ না করে শিক্ষার্থীদের পারদর্শিতা ও যোগ্যতা অনুযায়ী ভাগ করা হয়েছে। এমতাবস্থায় আগামী মঙ্গলবার (২২/২/২০২২) থেকে ৬ষ্ঠ-১০ম শ্রেণির ক্লাস অন-ক্যাম্পাসে শুরু করলে অধিকাংশ শিক্ষার্থীদের পক্ষে আল-কুরআন ও আরবি ভাষা শিক্ষা ক্লাসের পরবর্তী অনলাইন/অন-ক্যাম্পাস জেনারেল ক্লাসে অংশগ্রহণ করা কঠিন হয়ে যাবে। তাই এস.সি.ডি মোহাম্মদপুর শাখায় আগামী ২২/২/২০২২ (মঙ্গলবার) থেকে ২৮/২/২০২২ (সোমবার) শুধুমাত্র ৮ম, ৯ম, ১০ম ও এস.এস.সি ২০২২ পরীক্ষার্থীরা বর্তমান রুটিন (চলমান অনলাইন) অনুযায়ী ক্লাস স্কুল ক্যাম্পাসে এসে করবে।

নার্সারি থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের ২৮/২/২২ (সোমবার) পর্যন্ত যথাযথ অনলাইনে ক্লাস চলতে থাকবে। আগামী ১ মার্চ ২০২২ থেকে নার্সারি-১০ম শ্রেণির সকল শিক্ষার্থীদের ক্লাস পূর্বের রুটিন (১৬/১/২০২২-এ প্রকাশিত) অনুযায়ী শুরু হবে ইন-শা-আল্লাহ।

বর্তমান ক্লাস রুটিন (ক্লিক করুন)

১ম মার্চ থেকে ক্লাস রুটিন (ক্লিক করুন)

মা আসসালামাহ,
এস.সি.ডি এডমিন

শিক্ষার্থীর স্কুল আই.ডি কার্ড

শিক্ষার্থীদের নিরাপত্তা ও গেট-পাস করার জন্য এস.সি.ডি মোহাম্মাদপুর শাখার সকল শিক্ষার্থীর স্কুল আই.ডি কার্ড প্রস্তুত করা হবে ইন-শা-আল্লাহ। প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদাভাবে নিচের গুগল ফরমটি পূরণ করতে হবে। যারা ২০২০ বা ২০২১ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন এবং স্কুলে ছবি জমা দিয়েছেন, তাদের জন্য এই ফর্ম পূরণ করা প্রয়োজন নেই। তবে ২০২০ এর পূর্বে যারা ভর্তি হয়েছেন, তারা অবশ্যই নিচের গুগল ফরমটি পূরণ করবেন অথবা স্কুলে এসে সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি আগামী ২৪ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার) ২০২২-এর মধ্যে জমা দিবেন, ইন-শা-আল্লাহ।

  • ছবি তোলার সময় মেয়েরা অবশ্যই কান ঢেকে ছবি দিবেন।

ফর্ম লিংক: https://forms.gle/hjFBpu81rJDoW2nm8

সিলেবাস (কেজি-১০ম) – ২০২২

আসসালামু আলাইকুম,

এস.সি.ডি স্কুলের ২০২২ শিক্ষাবর্ষের কেজি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে নিচের বাটনে ক্লিক করুন :

COVID-19 Vaccine (1st & 2nd Dose)

১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের যারা ৮/১/২০২২ তারিখ থেকে ১৭/১/২০২২ইং তারিখের মধ্যে ১ম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে, তাদের ২য় ডোজ ভ্যাকসিন আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২২-এ নিম্নোক্ত সিডিউল অনুসারে মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে-এ দেওয়া হবে, ইন-শা-আল্লাহ। নির্ধারিত সময়ে ভ্যাকসিন দেওয়ার জন্য শিক্ষার্থীদের পূর্বে স্বাক্ষরিত রেজিস্ট্রেশান কার্ড-এর ০১ সেট ফটোকপিসহ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

১ম ডোজ টিকার ক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীর টিকা রেজিস্ট্রেশন কার্ড রয়েছে তারা সেটি নিয়ে আসবেন। আর যে সমস্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারেনি তারা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ও সংযুক্ত টিকা কার্ড ২টি সংগে নিয়ে আসবে।

উক্ত তারিখে স্কুলের নাম হিসেবে “মিশন ইন্টারন্যাশনাল কলেজ” উল্লেখ করতে হবে।

টিকা কার্ড

নিচের টিকা কার্ডটি ডাউলোড করে প্রিন্ট করবেন এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে কেন্দ্রে নিয়ে যাবেন। প্রয়োজনে কার্ডটির প্রিন্ট কপি স্কুল থেকেও সংগ্রহ করা যাবে ইন-শা-আল্লাহ।

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির এ্যাসাইনমেন্ট

আসসালামু আলাইকুম,

করোনা মহামারীর কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০২১ শিক্ষাবর্ষের মতো ২০২২ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক এসাইনমেন্ট প্রণয়ন করেছে। নির্ধারিত এসাইনমেন্ট দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন। ডাউনলোড করতে ‘Download’ বাটনে ক্লিক করুন।

মা আসসালামাহ,

এস.সি.ডি এডমিন

হিফজ-এর ছকসমূহ

সাপ্তাহিক হিফজ ট্র্যাকার

১০ পারা গ্রুপ-এর ছক

Week-8: Revision

Week-23: Revision (1st Juz)


৩০ পারা গ্রুপ-এর ছক

Week-8: Revision

Week-21: Revision (Surah Baqarah)

 উপরোক্ত ছকসমূহ প্রতি সপ্তাহে ডাউনলোড করে, প্রিন্ট করে ক্লিপ ফাইলে রাখতে হবে। অথবা স্কুল থেকেও প্রিন্ট কপি সংগ্রহ করা যাবে ইন-শা-আল্লাহ।

*প্রতি সপ্তাহের শুরুতে (শনিবার) উক্ত ফাইল সংশ্লিষ্ট উস্তাজ/উস্তাজার কাছে জমা দিতে হবে এবং স্বাক্ষর নিতে হবে।


তিলাওয়াত শোনা / তিলাওয়াতের অডিও ডাউনলোড

এস.সি.ডি মোহাম্মদপুর শাখায় ছক পদ্ধতিতে হিফজ করছেন যেসব শিক্ষার্থী, তাদের প্রতিদিন একজন ক্বারির তিলাওয়াত শোনার একটি বিষয় ছকে উল্লেখ রয়েছে। উক্ত তিলাওয়াত শোনার জন্য নিচে উল্লিখিত ক্বারির তিলাওয়াত শুনতে হবে।

১) ইবরাহিম আল আখদার

তিলাওয়াত শোনানোর জন্য নিচের লিংক-এ দেওয়া এ্যাপটি Android বা iPhone-এ ইন্সটল করে উপরোক্ত ক্বারিদের তিলাওয়াত ডাউনলোড করে নিতে পারেন। পরবর্তীতে মোবাইল ডিভাইস থেকে (অফলাইনে) তিলাওয়াত শোনা যাবে, ইন-শা-আল্লাহ।

For Android: https://play.google.com/store/apps/details?id=net.ideas2serve.wtq

For iPhone: https://apps.apple.com/us/app/with-the-quran-%D9%85%D8%B9-%D8%A7%D9%84%D9%82%D8%B1%D8%A2%D9%86/id1502035575

কিভাবে অডিও ডাউনলোড করবেন?

অনলাইন ক্লাস: বাড়ির কাজ জমা দেওয়ার নিয়মাবলী

আসসালামু-আলাইকুম,
স্কুলের সকল ছাত্র-ছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, অনলাইন ক্লাস চলাকালীন নিম্মলিখিত নিয়ম ও শিডিউল অনুযায়ী শিক্ষার্থীরা যার যার বাড়ির কাজ স্কুলে জমা দিবেন:

বাড়ির কাজ জমা দেওয়ার নিয়ম:
১) খাতার উপর স্পষ্টভাবে শিক্ষার্থীর নাম, শ্রেণি, শিফট ও পিতার নাম উল্লেখ করবেন।
২) প্রত্যেক শিক্ষার্থী প্রতিটি বিষয়ের জন্য ২টি করে বাড়ির কাজের খাতা রাখবেন। প্রতি সপ্তাহের নির্ধারিত দিন ১টি খাতায় বাড়ির কাজ করে জমা দিবেন ও পূর্ববর্তী সপ্তাহে জমা দেওয়া বাড়ির কাজের খাতা সংগ্রহ করবেন। এভাবে অল্টারনেট করে বাড়ির কাজের খাতা প্রতি সপ্তাহে স্কুলে জমা দিতে হবে।
৩) স্কুলের নিচতলায় খাতা জমাদান ও উত্তোলন করার স্থান নির্দিষ্ট করা থাকবে। উক্ত স্থানে খাতা জমা দিতে হবে এবং পূর্ববর্তী সপ্তাহের খাতা সংগ্রহ করতে হবে।
৪) নির্ধারিত দিনের পরে খাতা জমা দেওয়া হলে সেসব খাতা আর উস্তাজ/উস্তাজাদের পক্ষে দেখা সম্ভব হবে না।

বাড়ির কাজ জমাদান ও উত্তোলনের দিনসমূহ:

  • নার্সারি ও কেজি: প্রতি রবিবার
  • ১ম – ৩য় শ্রেণি: প্রতি সোমবার
  • ৪র্থ – ১০ শ্রেণি: প্রতি মঙ্গলবার

অনলাইনে যতদিন ক্লাস চলবে ততদিন পর্যন্ত এই পদ্ধতিতেই বাড়ির কাজ জমা দেওয়া ও উত্তোলনের কার্যক্রম চলতে থাকবে, ইন-শা-আল্লাহ।

নার্সারি ও কেজির – অনলাইন ক্লাসের নির্দেশনা ও অনলাইন ক্লাস লিঙ্ক-২০২২

শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য প্রত্যেক অভিভাবককে নিম্নলিখিত নীতিমালা মেনে চলতে হবে:

  • শিশুদের জন্য যে কোনো ধরনের handheld ডিভাইসের স্ক্রিন দেখা তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যেন তারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে ক্লাস করতে পারে৷ অন্যথায় বাধ্য হয়ে যদি ক্লাসের জন্য মোবাইল দিতেই হয়, তাহলে তা তাদের হাতে না দিয়ে সামনে রেখে ক্লাস করাবেন।
  • ক্লাস চলাকালীন পুরো সময় শিক্ষার্থীর মা অথবা কোনো মহিলা অভিভাবক সাথে উপস্থিত থাকবেন। কোনো অবস্থাতেই শিশুকে ডিভাইস দিয়ে একা ছেড়ে দিবেন না।
  • ক্লাস শুরু করার পূর্বে অবশ্যই মোবাইল বা ল্যাপটপে পর্যাপ্ত চার্জ আছে কিনা তা নিশ্চিত করবেন।
  • শিক্ষার্থী যেন একটি নির্দিষ্ট জায়গায় অথবা পড়ার টেবিলে বসে ক্লাস করে। ক্লাস শুরুর আগে সংশ্লিষ্ট পাঠ্যবই, খাতা, লেখার উপকরণ ইত্যাদি সব যেন হাতের কাছে প্রস্তুত থাকে। 
  • ক্লাস চলাকালীন আশেপাশে ছোট ভাই-বোন অথবা অন্য কোনোকিছু যেন ক্লাসের প্রতি মনোযোগ নষ্ট না করে তা খেয়াল রাখবেন।
  • শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে, প্রতিটি ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং নিয়মিত বাড়ির কাজ করতে হবে।
  • শিক্ষার্থী যদি মোবাইলে ক্লাস করে, তবে ক্লাস চলাকালীন ফোন আসলে তা receive করা যাবে না। চেষ্টা করবেন মোবাইল সেট-এ যেন নিয়মিত ব্যবহার হয় এমন সিমকার্ড না থাকে। অথবা বাসায় WiFi থাকলে সিমকার্ড disable করে শুধুমাত্র WiFi কানেকশান সচল রাখতে হবে, যেন ক্লাস চলাকালীন ফোন আসলে শিক্ষার্থীর ক্লাসে কোনো ব্যাঘাত না ঘটে।
  • উস্তাদারা ক্লাস নেওয়ার সময় শিক্ষার্থীর আশেপাশে কোনো পুরুষ ব্যক্তি যেন উপস্থিত না থাকে তা নিশ্চিত করতে হবে।
  • ক্লাসের আদব বজায় রাখতে হবে। ক্লাস চলাকালীন শিক্ষকের অনুমতি ব্যতীত শিক্ষার্থীরা নিজেরা যেন পরস্পর কথা না বলে, ডিভাইসে ক্লাস করা ছাড়া অন্য কিছু যেন না করে তা নিশ্চিত করবেন।
  • শিক্ষার্থী টয়লেটে গেলে বা অন্য কোনো কারণে ক্লাস ছেড়ে উঠতে হলে অবশ্যই শিক্ষকের অনুমতি নিতে হবে। 
  • ক্লাস চলাকালীন অভিভাবকগণ কোনো ধরনের মন্তব্য অথবা শিক্ষকের সাথে সরাসরি কথা বলা থেকে বিরত থাকবেন। ক্লাস সংক্রান্ত বিষয়; যেমন ক্লাসে কী পড়ানো উচিত, কীভাবে ক্লাস নেয়া উচিত, অন্য শিফট-এর সাথে পড়ার গতি নিয়ে তুলনা ইত্যাদি বিষয় শিক্ষকের সাথে আলোচনা করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
  • নেটের সমস্যা অথবা অন্য কোনো কারণে কোনো উস্তাদ/উস্তাদা ক্লাস চলাকালীন disconnected হয়ে গেলে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে।
  • অভিভাবকগণ নিজেরা কোনো হোয়াটসএ্যাপ গ্রুপ খুলে সেখানে কোনো উস্তাদ/উস্তাদাকে এ্যাড করবেন না।
  • অনলাইন ক্লাসে জয়েন করতে সমস্যা হলে অথবা জরুরী কোনো বিষয়ে আলোচনা বা মন্তব্য জানাতে চাইলে সরাসরি প্রিন্সিপাল উস্তাজ-এর সাথে কথা বলা যাবে ০১৭০০৭১৪১১৬ এই নাম্বার-এ।

নার্সারি শ্রেণির বই, খাতা স্কুল থেকে সংগ্রহ:

বই, খাতা ইত্যাদি আগামী ২৭/১/২০২২-এর মধ্যে অফিস থেকে সংগ্রহ করবেন। যেহেতু এই সপ্তাহের অনলাইন ক্লাসমূহে বই, খাতার প্রয়োজন হবে না তাই স্কুলে থাকা বই ও খাতা এই সপ্তাহের মধ্যে সংগ্রহ করলেই চলবে যা পরের সপ্তাহে প্রয়োজন হবে।

বাড়ির কাজ সংক্রান্ত নির্দেশনা

  • প্রত্যেক বিষয়ের ক্লাসের জন্য শিক্ষার্থীর দুইটি করে খাতা থাকবে। শ্রেণির কাজ ও বাড়ির কাজ প্রথমে একটি খাতায় করবে। দুই সপ্তাহ পর সেই খাতা মূল্যায়নের জন্য স্কুলে এসে জমা দিতে হবে। এরপর দ্বিতীয় খাতাটিতে পরবর্তী CW ও HW করে সেটি দুই সপ্তাহ পর জমা দিয়ে প্রথম খাতাটি ফেরত নিতে হবে। অনলাইন ক্লাস যতদিন চলবে, এভাবে খাতা বদল করে লেখার কাজ করতে হবে।

অনলাইন ক্লাস রুটিন


Zoom ব্যবহার করে অনলাইন ক্লাসের নির্দেশনা

অনলাইন ক্লাসসমূহ Zoom-এর মাধ্যমে নেয়া হবে ইনশাআল্লাহ। তাই মোবাইলে Zoom App ইন্সটলড থাকা প্রয়োজন। কম্পিউটারে এটি ব্রাউজারের মাধ্যমেও ব্যবহার করা যায়।

মোবাইলে ইন্সটল করার লিংক : https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings

ল্যাপটপ/ ডেস্কটপ-এ ইন্সটল করার লিংক: https://zoom.us/download


নার্সারির শিক্ষার্থীদের অনলাইন ক্লাস লিঙ্ক:

Class Link : https://us05web.zoom.us/j/86375480477?pwd=UXZNV1d0WlF1S3d3eTVBYUJ6bm4xQT09

Meeting ID: 892 4715 7259

Passcode: 123


কেজির শিক্ষার্থীদের অনলাইন ক্লাস লিঙ্ক:

https://zoom.us/j/93740975133

Meeting ID: 937 4097 5133


ক্লাসে অংশগ্রহণ সংক্রান্ত নির্দেশনা:

ক্লাসের নির্ধারিত সময়ে (রুটিন অনুযায়ী) অভিভাবকগণ নির্ধারিত লিংক-এ ক্লিক করবেন। এরপর মোবাইলে নিচের স্ক্রিনটি দেখা যাবে:

উপরের এই স্ক্রিন থেকে Zoom আইকনে ক্লিক করতে হবে (নিচে “Remember my choice” অপশনটি সিলেক্ট করে তারপর Zoom আইকনে ক্লিক করলে পরবর্তীতে আর এই স্ক্রিন না এসে সরাসরি zoom থেকে ওপেন হবে।)

এরপর নিচের স্ক্রিনে শিক্ষার্থীর পুরো নাম উল্লেখ করতে হবে।

নাম উল্লেখ করে OK দিলে শিক্ষার্থী প্রথমে ক্লাসের waiting room -এ প্রবেশ করবে। শিক্ষক তাকে ক্লাসে admit করলে এরপর নিচের স্ক্রিন ওপেন হবে। Zoom-এর মাধ্যমে ক্লাসে জয়েন করার সময় অবশ্যই শিক্ষার্থীর সম্পূর্ণ নাম উল্লেখ করতে হবে। জুম এ্যাকাউন্ট যদি অভিভাবকের নামে খোলা থাকে, তবে rename করে নিতে হবে।

উপরের ছবিতে নির্দেশিত স্ক্রিনে “Call Over Internet” লেখাটির উপর ক্লিক করতে হবে, অন্যথায় শিক্ষার্থী শিক্ষকের কোনো কথা শুনতে পারবে না।

ক্লাসরুমে জয়েন করার পর সংশ্লিষ্ট শিক্ষক ক্লাস শুরু করলে তার  কথা বা ভিডিও শিক্ষার্থী স্ক্রিনে দেখতে পারবে।

ক্লাস চলাকালীন শিক্ষার্থী শিক্ষকের সাথে কথা বলতে চাইলে বা কোনো প্রশ্নের উত্তর দিতে হলে

মাইক অন করতে হবে। এজন্য তাকে “Unmute” বাটনে চাপ দিতে হবে। একইভাবে ওস্তাজ/ওস্তাজা যদি শিক্ষার্থির ভিডিও অন করতে বলেন, তবে Start Video” বাটনে চাপ দিতে হবে।ভিডিও অন করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে:

পুরুষ শিক্ষকের ক্লাসে ভিডিও অন করলে মহিলা অভিভাবককে যেন ক্যামেরার সামনে কোনোক্রমেই না দেখা যায়। 

যে কোনো প্রয়োজনে কল করুন: ০১৭০০৭১৪১১৬, ০১৭০৫৬৭৯৬০৩

  • এসসিডি এডমিন