যান্ত্রিক সমস্যার কারণে আগামীকাল ভবন-১ এর লিফট সম্পূর্ণ বন্ধ থাকবে। এর পরিপ্রেক্ষিতে ২৩/১/২০২৫ (বৃহস্পতিবার)-এর বিশেষ ক্লাস শিডিউল:
নার্সারি ও কেজি: সব ক্লাস যথাসময়ে অনুষ্ঠিত হবে। ১ম-৬ষ্ঠ শ্রেণি (মর্নিং শিফট) – শুধুমাত্র কুরআন ও আরবি ক্লাস অনুষ্ঠিত হওয়ার পর টিফিন দিয়ে ছুটি দেওয়া হবে। ১ম-৫ম শ্রেণি (ডে শিফট) – শুধুমাত্র কুরআন ও আরবি ক্লাস অনুষ্ঠিত হওয়ার পর টিফিন দিয়ে ছুটি দেওয়া হবে। ভবন-২-এ অনুষ্ঠিত সকল ক্লাস (মর্নিং শিফটের ৭ম-১০ম এবং ডে শিফটের ৬ষ্ঠ-১০ম) যথারীতি চলবে।
তবে বিশেষভাবে উল্লেখ্য, ভবন-১ এর সকল ফ্লোরে সিড়ি দিয়ে উঠানামা করতে হবে। এ বিষয়ে অভিভাবকবৃন্দ যার যার সন্তানের শারীরিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের স্কুলে পাঠাবেন, ইন-শা-আল্লাহ।
আকস্মিক সমস্যার কারণে সাময়িক অসুবিধা সৃষ্টি হওয়ার জন্য স্কুল কর্তপক্ষ আন্তরিকভাবে দু:খিত।
১। CT সাধারনত ক্লাসে যতটুকু সিলেবাস কভার করা হয়েছে তার উপর হয়ে থাকে। CT চলাকালীন অন্যান্য সকল ক্লাস স্বাভাবিকভাবেই চলবে এবং CT ব্যাতিত অন্যান্য ক্লাসে নতুন লেসন পড়ানো হলেও নতুন কোনো বাড়ির কাজ দেওয়া হবে না। আগে যা পড়ানো হয়েছে তা রিভিশন দেওয়া হবে।
২। নির্ধারিত বিষয়ের CT ঐ দিন রুটিনে নির্ধারিত ক্লাস টাইমের মধ্যেই হয়ে থাকে।
৩। CT নাম্বার যেহেতু বার্ষিক পরীক্ষার সাথে যোগ হয়, তাই CT’তে অংশগ্রহণের ব্যপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
৪। বার্ষিক পরীক্ষা সময়মত দিতে না পারলে পরবর্তিতে তা পুনরায় (Retake) দেওয়া যায় না। একইভাবে CT দিতে না পারলেও তা পুনরায় (Retake) দেওয়া যায় না।
অর্ধ-বার্ষিক পরীক্ষার-২০২৩ (মানবন্টন)
(১ম-১০ম শ্রেণির জন্য প্রযোজ্য)
সিটি-১: ১০ মার্কস (১০%) হোমওয়ার্ক, এ্যাটেনডেন্স, আদব-আখলাক, ক্লাস পারফরমেন্স: ১০ মার্কস (১০%) অর্ধ-বার্ষিক পরীক্ষা: (৮০%)
বিশেষ দ্রষ্টব্য:
১। নার্সারিতে অর্ধ-বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় না, স্কুলের বার্ষিক পরীক্ষার সাথে নার্সারির প্রথম আনুষ্ঠানিক পরীক্ষা শুরু হয়। তবে বার্ষিক-এর পূর্বে কিছু প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হয়ে থাকে, যা বার্ষিক পরীক্ষার সাথে যোগ হয় না।
১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের যারা ৮/১/২০২২ তারিখ থেকে ১৭/১/২০২২ইং তারিখের মধ্যে ১ম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে, তাদের ২য় ডোজ ভ্যাকসিন আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২২-এ নিম্নোক্ত সিডিউল অনুসারে মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে-এ দেওয়া হবে, ইন-শা-আল্লাহ। নির্ধারিত সময়ে ভ্যাকসিন দেওয়ার জন্য শিক্ষার্থীদের পূর্বে স্বাক্ষরিত রেজিস্ট্রেশান কার্ড-এর ০১ সেট ফটোকপিসহ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
১ম ডোজ টিকার ক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীর টিকা রেজিস্ট্রেশন কার্ড রয়েছে তারা সেটি নিয়ে আসবেন। আর যে সমস্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারেনি তারা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ও সংযুক্ত টিকা কার্ড ২টি সংগে নিয়ে আসবে।
উক্ত তারিখে স্কুলের নাম হিসেবে“মিশন ইন্টারন্যাশনাল কলেজ”উল্লেখ করতে হবে।
টিকা কার্ড
নিচের টিকা কার্ডটি ডাউলোড করে প্রিন্ট করবেন এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে কেন্দ্রে নিয়ে যাবেন। প্রয়োজনে কার্ডটির প্রিন্ট কপি স্কুল থেকেও সংগ্রহ করা যাবে ইন-শা-আল্লাহ।