সিটি-১ রুটিন ও অর্ধ-বার্ষিক ২০২৩ পরীক্ষার মানবন্টন

সিটি-১ রুটিন

১। CT সাধারনত ক্লাসে যতটুকু সিলেবাস কভার করা হয়েছে তার উপর হয়ে থাকে। CT চলাকালীন অন্যান্য সকল ক্লাস স্বাভাবিকভাবেই চলবে এবং CT ব্যাতিত অন্যান্য ক্লাসে নতুন লেসন পড়ানো হলেও নতুন কোনো বাড়ির কাজ দেওয়া হবে না। আগে যা পড়ানো হয়েছে তা রিভিশন দেওয়া হবে।

২। নির্ধারিত বিষয়ের CT ঐ দিন রুটিনে নির্ধারিত ক্লাস টাইমের মধ্যেই হয়ে থাকে।

৩। CT নাম্বার যেহেতু বার্ষিক পরীক্ষার সাথে যোগ হয়, তাই CT’তে অংশগ্রহণের ব্যপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

৪। বার্ষিক পরীক্ষা সময়মত দিতে না পারলে পরবর্তিতে তা পুনরায় (Retake) দেওয়া যায় না। একইভাবে CT দিতে না পারলেও তা পুনরায় (Retake) দেওয়া যায় না।

অর্ধ-বার্ষিক পরীক্ষার-২০২৩ (মানবন্টন)

(১ম-১০ম শ্রেণির জন্য প্রযোজ্য)

সিটি-১: ১০ মার্কস (১০%)
হোমওয়ার্ক, এ্যাটেনডেন্স, আদব-আখলাক, ক্লাস পারফরমেন্স: ১০ মার্কস (১০%)
অর্ধ-বার্ষিক পরীক্ষা: (৮০%)

বিশেষ দ্রষ্টব্য:

১। নার্সারিতে অর্ধ-বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় না, স্কুলের বার্ষিক পরীক্ষার সাথে নার্সারির প্রথম আনুষ্ঠানিক পরীক্ষা শুরু হয়। তবে বার্ষিক-এর পূর্বে কিছু প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হয়ে থাকে, যা বার্ষিক পরীক্ষার সাথে যোগ হয় না।

২। নার্সারি ও কেজি’তে কোনো CT হয় না।

মা আসসালামাহ,

এস সি ডি এডমিন

২০২৫ শিক্ষাবর্ষের "ভর্তি ফর্ম " ১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত পাওয়া যাবে, ইন-শা-আল্লাহ। বিস্তারিত জানতে ক্লিক করুন

X