নার্সারি – বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস-২০২০

স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট

বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস    

নার্সারি (উভয় শাখা)

কুরআন ও আরবি (একসাথে)
বিষয়: আরবি
১. আরবি হরফ লেখা (আলিফ থেকে জ্বোয়া) পর্যন্ত:   ১০
২.আরবি হরফ দিয়ে খালিঘর পূরন করা:    ১০  
৩.ছবির সাথে হরফ মিল করা: ১৬
৪.ডান/বাম (হরফ) মিল করা: ১৪
৫.আরবিতে সংখ্যা লেখা (১-১০) :১০
৬.সূরা মুখস্ত বলা: ১৫
৭. দোয়া মুখস্ত বলা: ১০
৮. রং করা: ১৫                 
বাংলা
লিখিত :
১. স্বরবর্ণ লিখ : (অ থেকে ঔ) পৃষ্ঠা- ১৭
২.ব্যঞ্জনবর্ণ লিখ : (ক থেকে ৺) পৃষ্ঠা- ৬৫
৩. শূন্যস্থান পূরণ কর : পৃষ্ঠা- ১৬,
৪. সাজিয়ে লিখ (বই থেকে) : পৃষ্ঠা- ১৫, ৭১
৫. মিল কর: পৃষ্ঠা- ৬৮
৬. খালিঘরে সঠিক বর্ণ/অক্ষরটি লিখ (বই থেকে) : পৃষ্ঠা- ৬৭
৭. শব্দ গঠন : পৃষ্ঠা- ৬৯, ৭০
৮. ছবি দেখ এবং প্রথম অক্ষরটি লিখ (বই থেকে) পৃষ্ঠা- ৫, ৯, ১৪, ২৩, ২৯, ৩৫, ৪১, ৪৭, ৫৩, ৫৯, ৬৪

মৌখিক :
১. বাংলা ১২ মাসের নাম
২. ৭ দিনের নাম
৩. ৬ ঋতুর নাম
৪. স্বরচিহ্নবিহীন শব্দ বানান (বইয়ে যা আছে)
৫. স্বরবর্ণ (অ থেকে ঔ) ও ব্যঞ্জনবর্ণ (ক থেকে ৺) বলা
ENGLISH
Writing :
1. Write the capital letters : (A to Z) Page- 34
2. Write the small letters : (a to z) Page- 65, 66
3. Fill in the gaps (from book): Page- 33, 67
4. Rearrange (from book) : Page- 32, 68
5. Revise : Look at the pictures and write the first letter in capital/small (from book) : Page- 6, 12, 18, 24, 31, 40, 46, 52,57, 64
6. Matching to the capital letters with small letters

Oral :
1. Name of 12 months
2. Name of 7 days
3. Name of 5 body parts
4. Name of 5 family members
5. Telling to (A to Z)
অংক
লিখিত :
১. সংখ্যা লিখ (১ থেকে ৫০) : পৃষ্ঠা- ১৩, ২৪, ২৬, ৩৩, ৩৯, ৪৫, ৪৬(বার বার করে প্র্যাকটিজ করবেন/লিখাবেন)
২. ছবি গণনা কর এবং খালিঘরে সঠিক সংখ্যা লিখ (বই থেকে) : পৃষ্ঠা- ৭, ২৫, ২৬,
৩. খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা লিখ : পৃষ্ঠা- ২৬, ৪৭, ৪৯
৪. আগের-মাঝের-পরের সংখ্যাগুলো লিখ : পৃষ্ঠা- ২৭, 
৫. সাজিয়ে লিখ (বই থেকে) : পৃষ্ঠা- ৪৮
৬. মিল কর: সংখ্যার সাথে Numbers মিলাও

মৌখিক :
১. গণনা কর: ১ থেকে ৫০
২. সাধারন জ্ঞান: 
আমাদের হাতে কয়টি আঙ্গুল আছে?
আমাদের চোখ কয়টি?
আমাদের কান কয়টি?
আমাদের মাথা কয়টি?
আমাদের পা কয়টি?
MATH
Writing :
1. Write the numbers: (1 to 50) Page- 45
2. Practice: Page- 14, 33, 39
3. Count and write the correct number (from book): Page-7, 13
4. Write the numbers that comes (Before-Between-After) : Page- 25, 46
5. Write the numbers downwards & Fill the gaps : Page- 47, 48 
6. Rearrange: Page- 49
7. Matching English numbers with Bengali numbers.

Oral :
1. Count the numbers (1 to 50)
2. Name of shapes with pictures: 
Circle 🔘 , Oval , Triangle 🔺, Rectangle , Square 🔲