২৩/১/২০২৫ (বৃহস্পতিবার)-এর বিশেষ ক্লাস শিডিউল

আসসালামুআলাইকুম,

যান্ত্রিক সমস্যার কারণে আগামীকাল ভবন-১ এর লিফট সম্পূর্ণ বন্ধ থাকবে। এর পরিপ্রেক্ষিতে ২৩/১/২০২৫ (বৃহস্পতিবার)-এর বিশেষ ক্লাস শিডিউল:

নার্সারি ও কেজি: সব ক্লাস যথাসময়ে অনুষ্ঠিত হবে।
১ম-৬ষ্ঠ শ্রেণি (মর্নিং শিফট) – শুধুমাত্র কুরআন ও আরবি ক্লাস অনুষ্ঠিত হওয়ার পর টিফিন দিয়ে ছুটি দেওয়া হবে।
১ম-৫ম শ্রেণি (ডে শিফট) – শুধুমাত্র কুরআন ও আরবি ক্লাস অনুষ্ঠিত হওয়ার পর টিফিন দিয়ে ছুটি দেওয়া হবে।
ভবন-২-এ অনুষ্ঠিত সকল ক্লাস (মর্নিং শিফটের ৭ম-১০ম এবং ডে শিফটের ৬ষ্ঠ-১০ম) যথারীতি চলবে।

আকস্মিক সমস্যার কারণে সাময়িক অসুবিধা সৃষ্টি হওয়ার জন্য স্কুল কর্তপক্ষ আন্তরিকভাবে দু:খিত।

মা’আসসালামাহ,

অধ্যক্ষ
এস সি ডি (মোহাম্মদপুর শাখা)