১ম সাময়িক পরীক্ষা: বিশেষ বিজ্ঞপ্তি

১ম সাময়িক পরীক্ষা পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী নিম্নোক্ত সময়ে অনুষ্ঠিত হবে।  উল্লেখ্য, ছেলে ও মেয়েদের প্রতিটি ক্লাসের পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হবে। যেমন: ক্লাস-২ এর পরীক্ষায় ছেলে ও মেয়েরা একই সাথে সকাল ৮:৩০ মিনিট থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে। সর্বাবস্থায় পর্দার যেন কোনপ্রকার লঙ্ঘন না হয় সে দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ছেলেরা ২য় তলায় এবং মেয়েরা ৩য় ও ৪র্থ তলায় পরীক্ষায় অংশগ্রহণ করবে, ইনশা আল্লাহ।

১ম সাময়িক পরীক্ষার সময়সূচি

কেজি – ২য় শ্রেণি: সকাল ৮:৩০ – ১০:৩০

৩য় – ৯ম শ্রেণি: দুপুর ১১:০০ – ২:০০

১ম সাময়িক পরীক্ষা চলাকালীন সময় নার্সারির ক্লাস যথারীতি চলবে।

মা আসসালামা,

প্রিন্সিপাল

এস.সি.ডি