রমাদানের ছুটি বিষয়ক বিজ্ঞপ্তি

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রমাদানের পূর্বে শেষ ক্লাস অনুষ্ঠিত হবে ৫ই মে, ২০১৯ (রবিবার)। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী স্কুল ছুটি থাকবে ৬ মে, ২০১৯ থেকে ১১ জুন, ২০১৯ পর্যন্ত। ১২ জুন, ২০১৯ (বুধবার) থেকে স্কুলের সব কার্যক্রম যথারীতি চলবে।

উল্লেখ্য, ছুটি চলাকালীন সময় প্রি-হিফজ বন্ধ থাকবে। রমাদান-এ ফুল-টাই ও পার্ট-টাইম হিফজ-এর ক্লাস সিডিউল আলাদাভাবে প্রকাশ করা হবে, ইন-শা-আল্লাহ।

মা আসসালামা,

প্রিন্সিপাল

এস.সি.ডি