এস.সি.ডি’র সকল ওস্তাজ/ওস্তাজাদের প্রতি নির্দেশনা

(সাধারণ ছুটি অবস্থায় শিক্ষার্থীদের বাড়ির কাজ বিষয়ক)

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

বর্তমান পরিস্থিতে এস.সি.ডি’র শিক্ষার্থীদের বাসায় নিয়মিতভাবে পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখার উদ্দেশ্যে স্কুল কর্তৃপক্ষ নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে।

১) নার্সারি থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সব বিষয়ে আগামী ১ এপ্রিল ২০২০ থেকে ৯ এপ্রিল ২০২০ পর্যন্ত দৈনিক হোম ওয়ার্ক করার দিক নির্দেশনা প্রত্যেক সাবজেক্ট টিচার তৈরি করবে এবং আগামী ৩০/৩/২০২০ বিকাল ৪টার মধ্যে ভাইস প্রিন্সিপাল উস্তাদকে ইমেইল করবে <rabiulhasan.arif@gmail.com>। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে কাজ করে ফাইলটি এটাচ করে ভাইস প্রিন্সিপাল ওস্তাদ-এর ইমেইলে পাঠাবেন ইন-শা-আল্লাহ। যাদের কাছে কম্পিউটার নেই, তারা সাদা কাগজে লিখে ছবি তুলে তা ইমেইল করবেন। মনে রাখতে হবে, উক্ত নির্দেশনা মূলত অভিভাবকদের জন্য লিখবেন। তাই যতটা সম্ভব বিশদভাবে নির্দেশনা লিখতে হবে।

২) আগামী ৩১শে মার্চ দৈনিক হোম ওয়ার্ক-এর দিকনির্দেশনা এস.সি.ডি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সকল অভিভাবকদের উক্ত পেজ-এর লিঙ্ক এস.এম.এস-এর মাধ্যমে জানানো হবে। স্কুল খোলার পর শিক্ষার্থীরা এই বাড়ির কাজগুলো সাবজেক্ট টিচারের কাছে জমা দিবে।

হোম ওয়ার্ক দেয়ার ক্ষেত্রে যা যা মনে রাখতে হবে:

  • পাঠ্য বিষয় ও হোম ওয়ার্ক এমন হতে হবে যাতে করে অধিকাংশ অভিভাবক তা পড়াতে পারেন। ২০২০ শিক্ষাবর্ষে শুরু থেকে যা পড়ানো হয়েছে তার উপর বাড়ির কাজ দিতে হবে। 
  • আমাদের মূল উদ্দেশ্যে হবে শিক্ষার্থীদের পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখা। সিলেবাস শেষ করা বা পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করা আমাদের উদ্দেশ্য হবে না।
  • তারিখ উল্লেখ করে পড়া দিতে হবে। অর্থাৎ দৈনিক পড়ার নির্দেশনা দিতে হবে। (নমুনা এই নোটিশের নিচে দেয়া আছে)
  • নার্সারি/কেজি: বাসায় অনুশীলন করার জন্য সহজ কিছু বাড়ির কাজ দিতে হবে। যাতে করে বইয়ের সাহায্য ছাড়াই অভিভাবক তা শিক্ষার্থীদের করাতে পারেন।

বিষয়ভিত্তিক দিকনির্দেশনা:

ইসলাম:

– যা পড়ানো হয়েছে তার মধ্য থেকে ছোট প্রশ্ন করা যেতে পারে। যাতে করে শিক্ষার্থীর মূল বিষয় সম্পর্কে ধারনা আরও স্পষ্ট হয়। প্রয়োজনে বাস্তবভিত্তিক এ্যাসাইনমেন্ট দেয়া যেতে পারে।

কুরআন:

  • কুরআন তিলাওয়াত: ছোটদের জন্য নির্দিষ্ট সূরা এবং বড়দের জন্য পৃষ্ঠা নাম্বার নির্ধারন করে দেয়া যেতে পারে।
  • তাজউইদের নিয়মসমূহ আত্মস্থ করবে।
  • ক্লাস ৪ থেকে ক্লাস ১০ পর্যন্ত শিক্ষার্থীরা প্রতি রাতে সূরা মূলক পড়বে। শুক্রবারে সূরা কাহাফ পড়বে ইত্যাদি।
  • প্রাত্যহিক সকাল-সন্ধ্যার জিকির ও আজকারসমূহ নির্ধারন করে দিতে হবে।

আরবী:

  • যা পড়ানো হয়েছে তা রিভিশন দেয়ার দিক নির্দেশনা দিতে হবে।

বাংলা:

  • সহজ অধ্যায়গুলো থেকে শব্দার্থ, বাক্য রচনা বা যেসব পড়া তৈরি করতে বিশেষভাবে কোন কিছু বোঝানোর প্রয়োজন নেই, সেসব অধ্যায় থেকে পড়া দেয়া যেতে পারে। 
  • বই থেকে বা নিজেরা প্রস্তুত করে ছোট প্রশ্ন দেয়া যেতে পারে।
  • বিষয়ভিত্তিক এ্যাসাইনমেন্ট দেয়া যেতে পারে।

ইংরেজি:

  • যা পড়ানো হয়েছে তার উপর বিভিন্ন এক্সারসাইজ (বইয়ের বাইরে থেকে) দেয়া যেতে পারে।
  • ডিকটেশন: ছোট ক্লাসের জন্য সহজ কিছু শব্দ দেয়া যেতে পারে। এক্ষেত্রে অভিভাবকদের পরিস্কার দিক নির্দেশনা দিতে হবে।

অংক:

  • সংখ্যা পরিবর্তন করে অংক করতে দেয়া যেতে পারে। ছোট ক্লাসের জন্য ছোটখাট যোগ, বিয়োগ, গুন, ভাগ দেয়া যেতে পারে।
  • ক্লাস ৫, ৮, ৯, ১০ এর জন্য বিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করতে দেয়া যেতে পারে। তবে তা অবশ্যই বন্ধের পূর্ব পর্যন্ত যা পড়ানো হয়েছে তার বাইরে নয়।

সমাজ/বিজ্ঞান:

  • যেই অধ্যায়গুলো পড়ানো হয়েছে তার উপর সৃজনশীল প্রশ্ন (বইয়ের বাইরে) হোম ওয়ার্ক দেয়া যেতে পারে। নতুন অধ্যায় পড়া দেয়া যেতে পারে এবং তা থেকে ছোট প্রশ্ন তৈরি করে দেয়া যেতে পারে।
  • ক্লাস-৫ বা ক্লাস-৮ এর ইতিহাস/মুক্তিযুদ্ধের অধ্যায়গুলো থেকে যেসব সাল, তারিখ বা পরিসংখ্যান আছে সেগুলো মুখস্ত করতে দেয়া যেতে পারে

উদাহরন:

উস্তাজ/উস্তাজারা প্রথমে শ্রেনি লিখবেন, তারপর সাবজেক্ট-এর নাম। এরপর নিচে যেভাবে ২টি কলাম ও প্রতি তারিখের জন্য একটি করো রো (সারি) নেয়া হয়েছে সেভাবে লিখবেন। যদি কম্পিউটার/ল্যাপটপ না থাকে, তাহলে সাদা কাগজে স্কেল দিয়ে ঘর করে তারপর লিখবেন। যেন প্রতিটি তারিখ-এর কাজ আলাদাভাবে বোঝা যায়।

চতুর্থ শ্রেণি:

বিষয়: বাংলা

১/৪/২০২০পৃষ্ঠা নং ৫ এর ৭ শিক্ষার্থী নিজে করবে।
২/৪/২০২০পৃষ্ঠা নং ৪ এর ১ এর শব্দগুলো গল্প পড়ে খুজে বের করে ঐ বাক্যটি খাতায় লিখাবেন।
৩/৪/২০২০পৃষ্ঠা নং ৪ এর ১ বাক্য তৈরি করাবেন।
৪/৪/২০২০পৃষ্ঠা নং ৪ এর ২ শিক্ষার্থী গল্প পড়ে নিজে করবে।
৫/৪/২০২০নিচের বিষয়ে শিক্ষার্থীকে একটি চিঠি লিখতে বলবেন:
“বিদেশি বন্ধুকে বাংলাদেশের প্রকৃতি  সম্পর্কে চিঠির মাধ্যমে জানাও”
৬/৪/২০২০পৃষ্ঠা নং ৭ এর ১, এই শব্দগুলো দিয়ে শিক্ষার্থী বাক্য তৈরি করবে।
৭/৪/২০২০পৃষ্ঠা নং ৭ এর ৩। শিক্ষার্থী নিজে করবে।
৮/৪/২০২০পৃষ্ঠা নং ৭ এর ৪, যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দ দিয়ে বাক্য তৈরি। শিক্ষার্থী নিজে করবে।
৯/৪/২০২০পৃষ্ঠা নং ৭ এর ৫ শব্দ দিয়ে বাক্য তৈরি। শিক্ষার্থী নিজে করবে।

শ্রেণী: ৫ম

বিষয়: অংক                                     

১/৪/২০২০অধ্যায় ১ এর ‘এক কথায় উত্তর’ পড়ে লিখবে।ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে।  
২/৪/২০২০পৃষ্ঠা ২ এর পেন্সিল আঁকা ১ করবে।
৩/৪/২০২০পৃষ্ঠা৩ এর পেন্সিল আঁকা ২ করবে।
৪/৪/২০২০পৃষ্ঠা নং ৪ এর ৪ এবং ৩এর ৮ পর্যন্ত করবে।
৫/৪/২০২০পৃষ্ঠা নং ৪-এর ৪ এবং ৩-এর ৯ – ১৫ পর্যন্ত।
৬/৪/২০২০পৃষ্ঠা নং ৬-এর ১ করবে।
৭/৪/২০২০পৃষ্ঠা নং ৬-এর ৩ করবে।
৮/৪/২০২০পৃষ্ঠা নং ৭-এর ৪  করবে।
৯/৪/২০২০পৃষ্ঠা নং ৬-এর ৫ করবে।

Class-KG

Subject: English

DateStudy Guideline for Guardian 
1 AprilThree words with “A”A দিয়ে তিনটি শব্দ বলতে বলবেন, মুখে বানান করতে বলবেন। না পারলে সাহায্য করবেন।তিনটি শব্দ না দেখে স্কুলের হোমওয়ার্কের খাতায় একবার করে লিখতে দিবেন। যেগুলো পারবে না সেই শব্দ/শব্দগুলো দশ বার করে লিখবে।স্কুলে শেখানো শব্দ ছাড়াও চাইলে অন্য শব্দ লিখতে পারবে। 
2 April Three words with “B”পূর্বের নিয়ম অনুসরণ করবেন। 
3 April Three words with “C”পূর্বের নিয়ম অনুসরণ করবেন। 
4 AprilThree words with “D”পূর্বের নিয়ম অনুসরণ করবেন। 
5 AprilThree words with “E”পূর্বের নিয়ম অনুসরণ করবেন। 
6 AprilThree words with “F”পূর্বের নিয়ম অনুসরণ করবেন।
7 AprilThree words with “G”পূর্বের নিয়ম অনুসরণ করবেন।
8 AprilThree words with “H”পূর্বের নিয়ম অনুসরণ করবেন।
9 AprilThree words with “I”পূর্বের নিয়ম অনুসরণ করবেন।

প্রিন্সিপাল
এস.সি.ডি