নার্সারি বাড়ির কাজ (এপ্রিল ১ -৯)
অভিভাবকদের প্রতি নির্দেশনা
- তারিখ অনুযায়ী বাড়ির কাজ করাবেন।
- শিক্ষার্থী প্রত্যেক বিষয়ের বাড়ির কাজ স্কুলের বাড়ির কাজের নির্দিষ্ট খাতায় লিখবে।
- বাম পাশে উপরে তা্রিখ উল্লেখ করবেন।
- বাংলা, ইংরেজি, গণিত স্কুল থেকে যেভাবে বাড়ির কাজ দেওয়া হতো সেভাবে করবে।
- প্রত্যেকটি অক্ষর, সংখ্যা যেন খাতার দাগের ভেতর নিয়ম অনুসরণ করে লেখে তা খেয়াল রাখবেন।
- অক্ষর শেখানোর সময় ছাপা অক্ষর অনুসরণ করবেন, নিজে যেভাবে লেখেন সেভাবে নয়।
- শিক্ষার্থী না পারলে অভিভাবক সাহায্য করবেন, তবে চেষ্টা করবেন যেন নিজেরা লিখতে শেখে।
Date | Study guideline for Guardian |
1 April 2020 | অ থেকে ঔ পর্যন্ত না দেখে লিখতে দিবেন।“ক” অক্ষরটি নিচের ছবির মতো করে বাংলা খাতায় লিখতে দিবেন। প্রথম দুই লাইন হাত ঘুরাবে, পরেরগুলো নিজে লিখবে। |
2 April 2020 | A থেকে M পর্যন্ত capital letters না দেখে একবার লেখাবেন। ১১,১২ এবং 11,12 মুখে পড়বে ও দেখে দেখে লিখবে (H.W খাতায় স্কুলে যেভাবে লিখতে দেওয়া হয় সেভাবে) |
3 April 2020 | সংখ্যা ১ – ১০ এবং number 1 – 10 না দেখে একবার লেখাবেন। বাংলা “খ” অক্ষরটি উপরের ছবির মতো লিখবে। |
4 April 2020 | অ থেকে ঔ পর্যন্ত না দেখে লিখতে দিবেন।”খ” অক্ষরটি আবার লিখে অনুশীলন করবে (এবার ডটের উপর হাত না ঘুরিয়ে নিজেরা লিখবে)।পূর্বের নিয়ম অনুসরণ করে “b” letter টি লিখবে। |
5 April 2020 | Capital letters “A – M” পড়াবেন ও খাতায় লিখতে দিবেন। বাংলা “গ” অক্ষরটি উপেরর ছবির মতো করে লিখবে। পূর্বের নিয়ম অনুসরণ করে “c” letter টি লিখবে। |
6 April 2020 | ১৩, ১৪, ১৫ এবং 13, 14, 15 মুখে পড়বে ও দেখে দেখে লিখবে। |
7 April 2020 | বাংলা “গ” অক্ষরটি পূর্বের নিয়ম অনুসরণ করে লিখবে। পূর্বের নিয়ম অনুসরণ করে “d” letter টি লিখবে। |
8 April 2020 | বাংলা “ঘ” অক্ষরটি পূর্বের নিয়ম অনুসরণ করে লিখবে। পূর্বের নিয়ম অনুসরণ করে “e” letter টি লিখবে। |
9 April 2020 | ক থেকে ঘ একটি অক্ষর ১০ বার করে H.W খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে লিখতে দিবেন। একইভাবে ১০ বার ইংরেজি H.W খাতায় small letters “a – e” লেখাবেন। |
আরবি:
- ا থেকে ط পর্যন্ত অক্ষরগুলো রিভিশন দিবে
My frist Arabic Book
- ج থেকে ش পর্যন্ত অর্থসহ শব্দ পড়বে/মুখস্ত করবে (শিট দেখে)।
- সূরা নাস বাসায় মুখস্ত করবে
- সূরা ফাতিহা রিভিশন দিবে