KG HW (April 10-23)

কেজি শ্রেণির বাড়ির কাজ (এপ্রিল ১০-২৩)

১০ এপ্রিল, ২০২০

বাংলাঅ -তে অলি, অলস, অজগর। ৩টি শব্দ মুখে বানান করে উচ্চারণসহ পড়বে এবং এক একটি শব্দ ৫ বার করে লিখবে৷  

ও-কার এবং ঔ-কার দিয়ে পূর্বে শেখানো শব্দগুলো বানান করে সঠিক উচ্চারণে বার বার পড়বে৷
গণিতবাসার সবগুলো জানালা ও দরজা গণনা করে নিচের ছবির মতো খাতায় লিখবে।
কুরআনসূরাহ লাহাব মুখস্ত করবে।

১১ এপ্রিল, ২০২০

বাংলাআ -তে আজান, আম, আলো। ৩টি শব্দ মুখে বানান করে উচ্চারণসহ পড়বে এবং এক একটি শব্দ ৫ বার করে লিখবে৷  

এ-কার এবং ঐ-কার দিয়ে পূর্বে শেখানো শব্দগুলো বানান করে সঠিক উচ্চারণে বার বার পড়বে৷
ইংরেজিFind and draw something in your house that starts with “B”

Color it!
আরবিMy Second Arabic Book:  د  হারফ দিয়ে ৩টি শব্দ অর্থসহ শিখবে।

১২ এপ্রিল, ২০২০

গণিতকথায় লিখ: ২, ৩, ৫, ৭, ১০
ইংরেজিWrite down two words with each of the following letters: A, B, C, D
আরবিMy Second Arabic Book:  د  হরফ দিয়ে লেখাগুলো লিখবে।

১৩ এপ্রিল, ২০২০

বাংলাই -তে ইট, ইলিশ, ইঁদুর। ৩টি শব্দ মুখে বানান করে উচ্চারণসহ পড়বে এবং এক একটি শব্দ ৫ বার করে লিখবে৷  ঋ-কার দিয়ে পূর্বে শেখানো শব্দগুলো বানান করে সঠিক উচ্চারণে বার বার পড়বে৷
গণিতWrite in words: 3, 5, 8, 12, 13
কুরআনদৈনন্দিন মাসনুন দুয়া মুখস্ত করবে।

১৪ এপ্রিল, ২০২০

বাংলাঈ -তে ঈদ, ঈদগাহ, ঈগল। ৩টি শব্দ মুখে বানান করে উচ্চারণসহ পড়বে এবং এক একটি শব্দ ৫ বার করে লিখবে৷  

উ-কার এবং ঊ-কার দিয়ে পূর্বে শেখানো শব্দগুলো বানান করে সঠিক উচ্চারণে বার বার পড়বে৷
ইংরেজিWrite down two words with each of the following letters: E, F, G, H, I
আরবিMy Second Arabic Book:  ذ  হরফ দিয়ে ৩টি শব্দ অর্থসহ শিখবে।

১৫ এপ্রিল, ২০২০

গণিতWrite in words: 13, 17, 20, 26, 30
ইংরেজিFind and draw something in your house that starts with “A”

Color it!
আরবিMy Second Arabic Book:  ذ  হরফ দিয়ে লেখাগুলো লিখবে।

১৬ এপ্রিল, ২০২০

বাংলাউ -তে উট, উল, উনুন (উনুন অর্থ চুলা)। ৩টি শব্দ মুখে বানান করে উচ্চারণসহ পড়বে এবং এক একটি শব্দ ৫ বার করে লিখবে৷ 

 ই-কার এবং ঈ-কার দিয়ে পূর্বে শেখানো শব্দগুলো বানান করে সঠিক উচ্চারণে বার বার পড়বে৷
গণিত
এক জোড়া = দুইটি
খেলনা অথবা যে কোনো ছোটখাটো জিনিস দুইটি করে আলাদা রেখে “এক জোড়া” দেখাবেন ও শেখাবেন। খাতায় লেখার দরকার নেই।
এক জোড়া মুখে বলতে ও চিনতে শিখবে।
কুরআনআলিফ থেকে ইয়া পর্যন্ত লিখবে।

১৭ এপ্রিল, ২০২০

বাংলাঊ -তে ঊষা, ঊর্মি, ঊর্মিলা। ৩টি শব্দ মুখে বানান করে উচ্চারণসহ পড়বে এবং এক একটি শব্দ ৫ বার করে লিখবে৷  

আ-কার দিয়ে পূর্বে শেখানো শব্দগুলো বানান করে সঠিক উচ্চারণে বার বার পড়বে৷
ইংরেজিPractice writing three Rhyming Words with “at” (10 times each word)
আরবিNumber Book: আরবি সংখ্যা ৪০ – ৫০ পর্যন্ত পড়বে ও লিখবে।

১৮ এপ্রিল, ২০২০

গণিত
এক হালি = চারটি
খেলনা অথবা যে কোনো জিনিস চারটি করে আলাদা রেখে “এক হালি” দেখাবেন ও শেখাবেন। খাতায় লেখার দরকার নেই।
এক হালি মুখে বলতে ও চিনতে শিখবে।
ইংরেজিPractice writing three Rhyming Words with “en” (10 times each word)
আরবিআরবিতে সাত দিনের নাম ও বারো মাসের নামগুলো রিভিশন করবে। 

১৯ এপ্রিল, ২০২০

বাংলাঋ -তে ঋতু, ঋণ, ঋজু (ঋজু অর্থ বাঁকা)। ৩টি শব্দ মুখে বানান করে উচ্চারণসহ পড়বে এবং এক একটি শব্দ ৫ বার করে লিখবে৷  

ও-কার এবং ঔ-কার দিয়ে পূর্বে শেখানো শব্দগুলো বানান করে সঠিক উচ্চারণে বার বার পড়বে৷
গণিত
এক ডজন = বারোটি
বিস্কুট, ফল, খেলনা, ডিম অথবা যে কোনো জিনিস বারোটি করে রেখে “এক ডজন” দেখাবেন ও গুনতে শেখাবেন। খাতায় লেখার দরকার নেই।

এক ডজন মুখে বলতে ও চিনতে শিখবে।
কুরআনকায়দা ১-৫ পৃষ্ঠা রিডিং পড়বে।

২০ এপ্রিল, ২০২০

বাংলাএ -তে এক, এলাচ, একশত। ৩টি শব্দ মুখে বানান করে উচ্চারণসহ পড়বে এবং এক একটি শব্দ ৫ বার করে লিখবে৷  

ঋ-কার, এ-কার এবং ঐ-কার দিয়ে পূর্বে শেখানো শব্দগুলো বানান করে সঠিক উচ্চারণে বার বার পড়বে৷
ইংরেজিPractice writing three words with “J” (Jeep, Jug, Jam) 

J দিয়ে তিনটি শব্দ বলতে বলবেন, মুখে বানান করতে বলবেন। ভুলে গেলে সাহায্য করবেন।

তিনটি শব্দ না দেখে স্কুলের হোমওয়ার্কের খাতায় একবার করে লিখতে দিবেন। যেগুলো পারবে না সেই শব্দ/শব্দগুলো দশ বার করে লিখে অনুশীলন করবে।
স্কুলে শেখানো শব্দ ছাড়াও চাইলে অন্য শব্দ লিখতে পারবে।
আরবিNumber Book থেকে শরীরের অঙ্গপ্রতঙ্গের নাম প্রথম ৫টি আরবিতে অর্থসহ শিখবে।

২১ এপ্রিল, ২০২০

গণিতদুইটি সংখ্যা পর পর দেওয়া থাকবে। শিক্ষার্থী পরের সংখ্যাটি লিখবে।
ইংরেজিPractice writing three words with “K” (Kite, Key, Kaaba)
পূর্বের নিয়ম অনুসরণ করবেন।
আরবিNumber Book থেকে শরীরের অঙ্গপ্রতঙ্গের নাম পরের ৫টি আরবিতে অর্থসহ শিখবে।

২২ এপ্রিল, ২০২০

বাংলাঐ -তে ঐরাবত, ঐক্য, ঐশী। ৩টি শব্দ মুখে বানান করে উচ্চারণসহ পড়বে এবং এক একটি শব্দ ৫ বার করে লিখবে৷  

উ-কার এবং ঊ-কার দিয়ে পূর্বে শেখানো শব্দগুলো বানান করে সঠিক উচ্চারণে বার বার পড়বে৷
গণিতদুইটি সংখ্যা পর পর দেওয়া থাকবে। শিক্ষার্থী আগের সংখ্যাটি লিখবে।
কুরআনসূরাহ মাউন পড়বে।

২৩ এপ্রিল, ২০২০

বাংলাও -তে ওল, ওজন, ওড়না। ৩টি শব্দ মুখে বানান করে উচ্চারণসহ পড়বে এবং এক একটি শব্দ ৫ বার করে লিখবে৷  

ই-কার এবং ঈ-কার দিয়ে পূর্বে শেখানো শব্দগুলো বানান করে সঠিক উচ্চারণে বার বার পড়বে৷
ইংরেজিPractice writing three words with “L” (Lion, Leaf, Lemon)

পূর্বের নিয়ম অনুসরণ করবেন।
আরবিকায়দা থেকে যুক্তবর্ণ রিভিশন করবে।