ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হসপিটাল এর বিভিন্ন সার্ভিসে ডিস্কাউন্ট অফার

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

সম্প্রতি “স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট” এবং “ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হসপিটাল (২/১ রিং রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)”-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তি অনুযায়ী স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা এবং তাদের বাবা-মা উক্ত হাসপাতাল থেকে কিছু নির্ধারিত সার্ভিস গ্রহণে নিম্নলিখিত ডিসকাউন্ট পাবে, ইনশাআল্লাহ:

– সকল ধরণের প্যাথলজিকাল টেস্ট: ৩০% ডিসকাউন্ট
– সকল ধরণের রেডিওলজি টেস্ট: ২০% ডিসকাউন্ট
– সকল ধরনের বেড চার্জ: ১০% ডিসকাউন্ট (ICU, NICU, SCU, HDU, PICU, ACKU ব্যতীত)

এছাড়া, অগ্রাধিকারের ভিত্তিতে ডাক্তারের এপয়েন্টমেন্ট বা কোনো ইনভেস্টিগেশন সংক্রান্ত সহায়তা পেতে হসপিটাল থেকে  আমাদের স্কুলের জন্য নির্ধারিত এক্সিকিউটিভের সাথে যোগাযোগ করতে পারবেন:

মো. জুবায়ের আবেদিন
এক্সিকিউটিভ, বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট
মোবাইল:
+8801781-384418

উপরোল্লিখিত সার্ভিসসমূহে ডিসকাউন্ট পেতে অবশ্যই শিক্ষার্থীর স্কুল আই.ডি. কার্ড প্রদর্শন করতে হবে।

বি. দ্র. এই চুক্তির মেয়াদ আগামী ১৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত বলবৎ থাকবে, ইন-শা-আল্লাহ।

মা’আসসালামাহ,

অধ্যক্ষ

এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)