ভর্তি বিজ্ঞপ্তি |
---|
আলহামদুলিল্লাহ, ২০২১ শিক্ষাবর্ষে স্কুল ফর কমিউনিটি ডেভলপমেন্ট-এর মোহাম্মদপুর ও শান্তিনগর শাখায় ভর্তি চলছে —————————— মোহাম্মদপুর শাখা: নার্সারি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত প্রভাতী শাখা (মেয়ে), দিবা শাখা (ছেলে) (প্রথম শ্রেণি থেকে ছেলে ও মেয়েদের পৃথক শিফট) শান্তিনগর শাখা: নার্সারি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত —————————— আমাদের স্কুলের বৈশিষ্ট্য জাতীয় শিক্ষাক্রমের সিলেবাস অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে শিক্ষা প্রদানের পাশাপাশি শিশুদেরকে ইসলামের মৌলিক শিক্ষা, কুর’আনের আরবি ভাষা এবং তাজউইদ (শুদ্ধ উচ্চারণে কুর’আন তিলাওয়াত) বিষয়ে শিক্ষা প্রদান। এছাড়া পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম হিসেবে আল-কুরআন হিফজ-এর ব্যবস্থা রয়েছে। আমাদের লক্ষ্য শিশুদের ইসলামি জ্ঞানসম্পন্ন সত্যিকারের ইসলাম পালনকারী হিসাবে গড়ে তোলা। শিশুরা যেন ইসলামের প্রতিনিধি হয়ে সমাজের সকলের কাছে ইসলামি বিশ্বাস ও শিক্ষা উপস্থাপন করতে পারে। সর্বপরি পরবর্তি প্রজন্ম হালাল কর্মসংস্থান ও পরিচ্ছন্ন জীবন নির্বাহের সংগ্রামে সফলভাবে আত্মনিয়োগ করতে পারে। ভর্তি সংক্রান্ত তথ্য: ১৫ নভেম্বর ২০২০ থেকে উভয় শাখায় (রবিবার – বৃহস্পতিবার, সকাল ৯:০০ – দুপুর ১:০০) ভর্তি ফরম পাওয়া যাবে। আগামী ১৫ ডিসেম্বর ২০২০-এর মধ্যে ফরম জমা দিতে হবে। পরবর্তিতে মৌখিক পরীক্ষার দিন ও সময় জানিয়ে দেয়া হবে, ইন-শা-আল্লাহ। অনলাইনে ভর্তি ফরম জমা দেওয়ার জন্য নিচের গুগল ফরমটি পূরণ করুন: https://forms.gle/TCHKoajZ9MeZCn3Z9 মোহাম্মদপুর শাখা বাড়ী নং-৫৪/এ, রোড নং-১২ শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। মোবাইল: 01705-679603 শান্তিনগর শাখা ৩৮/৬, শান্তিনগর (পীর সাহেবের গলি) মাসজিদ আস-সিদ্দিক, ঢাকা-১২১৭। মোবাইল: 01300-560 657 ই-মেইল: info@scdbd.org ওয়েবসাইট: www.scdbd.org |