SCD Student Management Software

সম্মানিত অভিভাবকবৃন্দ,

আসসালামুআলাইকুম

এস.সি.ডি মোহাম্মদপুর শাখার শিক্ষার্থীদের স্কুল ফি পরিশোধ ও রেজাল্ট পাবলিশ করা সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য আমরা একটি Student Management Software ব্যবহার করছি। এই সফটওয়ারের মাধ্যমে আপনার সন্তানের বিভিন্ন তথ্য ঘরে বসেই জানতে পারবেন এবং খুব সহজেই স্কুল ফী পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ।

সুবিধাসমুহ:
🔹 ফি: পরিশোধিত ও বকেয়া ফি এর বিবরণ জানা ও ফি পরিশোধ করা। Payment Gateway-এর মাধ্যমে SCD স্কুল ফি পরিশোধের নিয়ম: https://scdbd.org/pmnt-gtwy/
🔹 পরীক্ষা: পরীক্ষার সময়সূচী, ফলাফল ও গ্রেডশিট দেখা
🔹 গুরুত্বপূর্ণ লিংক: শিক্ষাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ লিংক সহজেই খুঁজে পাওয়া
🔹 ছুটি আবেদন: অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীর ছুটির আবেদন করার সুবিধা
🔹 নোটিশ: স্কুলের সকল গুরুত্বপূর্ণ নোটিশ জানার সুবিধা

📲 কীভাবে সফটওয়্যার-এ এক্সেস করবেন:
•⁠ ⁠ধাপ-১: নিচের লিংক থেকে Android Mobile App ডাউনলোড করুন:
https://play.google.com/store/apps/details?id=com.eximusedu.app&pcampaignid=web_share
•⁠ ⁠ধাপ-২: ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষার্থীর বাবা ও মায়ের মোবাইলে প্রতিটি শিক্ষার্থীর জন্য Username ও Password পাঠানো হয়েছে। উক্ত তথ্য ব্যবহার করে মোবাইল এ্যাপে প্রবেশ করুন।

📌 কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:
↹ প্রথমবার লগইন করার পর পাসওয়ার্ড পরিবর্তন করে নিন।
↹ ইউজার প্রোফাইল থেকে আপনার অন্য সন্তানদের এ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন খুব সহজেই।
↹ কোনো সমস্যার সম্মুখীন হলে স্কুলের অফিসে 01705-679603 যোগাযোগ করুন।

মা’আসসালামাহ,
এস সি ডি এডমিন