আসসালামুআলাইকুম,
বর্তমান রুটিন অনুযায়ী ৩১ মার্চ ২০২২ (বৃহস্পতিবার) রমাদানের পূর্ব পর্যন্ত এস.সি.ডি স্কুলের শেষ কার্যদিবস। ৩ এপ্রিল ২০২২ (রবিবার) থেকে নিম্নোক্ত রমাদান রুটিন অনুযায়ী (১ম – ৭ম শ্রেণির) শুধুমাত্র আল-কুরআন ও আরবি ভাষা শিক্ষা ক্লাস আগামী ১৯ এপ্রিল ২০২২ পর্যন্ত চলবে ইন-শা-আল্লাহ। ২০ এপ্রিল ২০২২ থেকে ৭ মে ২০২২ পর্যন্ত স্কুল সম্পূর্ণ বন্ধ থাকবে।
- রমাদান (হিজরি ১৪৪৩) চলাকালীন আল-কুরআন ও আরবি ভাষা শিক্ষা ক্লাস রুটিন (১ম – ৭ম শ্রেণি):
- মর্নিং শিফট: শনি, সোম, বুধ (সকাল ৯:৩০ – ১১:০০)
- ডে শিফট: রবি, মঙ্গল, বৃহস্পতি (সকাল ৯:৩০ – ১১:০০)
- নার্সারি ও কেজি’র ক্লাস ৩ এপ্রিল ২০২২ থেকে ৭ মে ২০২২ পর্যন্ত বন্ধ থাকবে।
- ৮ মে ২০২২ থেকে নার্সারি-১০ম শ্রেণির ক্লাস পুনরায় শুরু হবে। ঈদ-উল-ফিতরের ছুটির পর নার্সারি ও কেজি’র ক্লাস সপ্তাহে ৫ দিন চলবে কিনা, এ বিষয়ে যথাসময়ে দিকনির্দেশনা দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।
- রমাদান চলাকালীন শিক্ষার্থীরা বাসায় নির্ধারিত বাড়ির কাজ ও ‘রমাদান এ্যাসাইনমেন্ট’ তৈরি করবে এবং আগামী ১২ মে ২০২২-এর মধ্যে স্কুলে জমা দিবে, ইন-শা-আল্লাহ।
মা আসসালামাহ,
এস.সি.ডি এ্যাডমিন।