আসসালামুআলাইকুম,
কেজি শ্রেণির “রমাদান কার্যক্রম” এ্যাসাইনমেন্ট-এর ১৩তম পৃষ্ঠায় (১১ রমাদান)-এ খাবার খাওয়ার পরবর্তী দোয়া হিসেবে একটি হাদিস উল্লেখ করা হয়েছে যা বিশুদ্ধতার মাপকাঠিতে “দ্বায়িফ” বা “দূর্বল”। আমরা এই অনাকাঙ্খিত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। উক্ত দু’আটি পরিবর্তন করে সহিহ হাদিস দ্বারা প্রমানিত একটি হাদিস সংযোজন করা হয়েছি। সংশোধিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন নিচের লিংক থেকে: