Class Test (CT) Routine

আসসালামু আলাইকুম,

আগামী রবিবার (১৩/০৩/২২) থেকে ৬ষ্ঠ – ১০ম শ্রেণির সকল শিক্ষার্থীদের ক্লাস টেস্ট শুরু হবে ইন-শা-আল্লাহ। ১ম – ৫ম শ্রেণির ক্লাস টেস্ট শুরু হবে পরবর্তী সপ্তাহের রবিবার (২০/০৩/২২) থেকে। ক্লাস টেস্টের সিলেবাস হোমওয়ার্ক ফাইলে উস্তায/উস্তাযারা লিখে দিবেন

ক্লাস টেস্ট ক্লাস রুটিন অনুযায়ী সেই বিষয়ের ক্লাস চলাকালীন সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বর অর্ধ-বার্ষিক পরীক্ষায় যোগ হবে। তাই শিক্ষার্থীরা তার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ প্রস্তুতি নিবেন।

মা আসসালামাহ,
এস.সি.ডি অ্যাডমিন