ভর্তি ফরম (২০২৪ শিক্ষাবর্ষ)

২০২৪ সালে এস.সি.ডি মোহাম্মদপুর শাখায় ভর্তির জন্য ১ নভেম্বর ২০২৩ (বুধবার) থেকে ভর্তি ফর্ম-এর প্রিন্টেড কপি স্কুল অফিস থেকে সংগ্রহ করা যাবে। পাশাপাশি এই পেইজ-এ অনলাইনে ভর্তি ফরম ফিলাপ করে জমা দেওয়ার পদ্ধতিও জানানো হবে ইন-শা-আল্লাহ।

ভর্তি ফর্মের মূল্য: ২০০ টাকা।


যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন: ০১৭০৫-৬৭৯৬০৩ (সকাল ৯:০০ – বিকাল ৫:০০টা, শনিবার-বৃহস্পতিবার)